পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t్చు চণ্ডকৌশিক । চণ্ডালদ্বয় –( দেখিয়া ) এই যে ! বধ্য স্থানে বধ্য যথা করয়ে গমন, তথা অস্ত যায় এবে জলস্ত তপন ; চণ্ডালের দল যথা আসে বধ্য-স্থানে . —সেইরূপ তমোজাল হেথা আসি’ নামে ৷ রাজা –( চারিদিকে অবলোকন করিয়া অশ্চর্ঘ্যের সহিত) এই শ্মশান বৃক্ষগুলি এখন অতি গম্ভীর ভীষণ ভাব ধারণ করেছে । উড়ি’ আসি’ তরুস্কন্ধে বিশাল কোটর-দ্বারে পেচকেরা করিছে কুজন ; পাখা-নাড়া দিয়া গৃঞ্জ করিয়া অস্কট রব তরু-শিরে করে আগমন ; শাখা-অগ্রে লম্বমান গলদঙ্গ শবদের ঘন ঘোর বসা-গন্ধ করিয়া আভ্রাণ, শ্বসিয়া অনল-শিখা শৃগাল ক্ৰন্দন-রবে চাইতেছে সমস্ত এ ভীষণ শ্মশান ॥ একজন –( জনাস্তিকে ) ওরে । এই দক্ষিণ-স্মশানে নানা প্রকার বেতাল আছে, আয়, শীঘ্র এখান থেকে যাওয়া যাক । অন্ত —চল আমরা যাই । উভয়ে —(প্রকাতে) ওরে, প্রভুর এই আজ্ঞ, তুই এই শ্মশানে ঘুরে ঘুরে বেড়াবি, আর এখানে থেকে সাবধানে কাজকৰ্ম্ম করৰি । রাজা –(সহৰ্ষে ) প্রভুর ষা আদেশ তাই করা যাবে। - ( নেপথ্যে কলরব ) - ' - - চওtলম্বয়।—( সভয়ে ) মাগে । কি ঘোর নৈশ কলরব । এইবার অমির পালাই । : . ( প্রস্থান )