পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবগত আছি। তথাপি এরূপ অবস্থাতেও তোমার অতীষ্ট দানে দারিদ্র্য নাই জানবে। দেখ — · - সাধুগণ সাধ্যমত যে-কোন-প্রকারে করে - পর-উপকার, পর-হিত ; অমাবস্তাতেও ইন্দু বনস্পতিরে কছু - রসদানে না করে বঞ্চিত ॥ তাই বলচি, মনোযোগ দিয়ে শোনে । রাজা –বলুন, আমি মন দিয়ে শুনচি । কাপা – - গুটিকা, অঞ্জন, বঞ্জ, দৈত্যাঙ্গন, রসায়ন ধাতু-বাদ আছে বিধি যত —সে সব বেতাল-সিদ্ধি শোনো ওগো মহারাজ, আছে মোর করতলগত । - তাই বলি, দেখ ভাবি’ বিয়-আচ্ছাদনে যেন এ সমস্ত না হয় আবৃত ৷ অতএব, যাতে বিয়-সকল দূর হয় তাই আপনি আদেশ করুন। রাজা –দেখুন সাধক ৷ যোগ-বলে আপনি তো জানেনই, আমার এ শরীর আমার অধীন নয় ; তাই, যে কাজ আমার প্রভুর স্বাৎ বিরোধী নয়, সেই কাজই আমি করতে পারি। - কাপা –য়াজন। এ কাজে এমন কি আছে যা আপনার প্রভূর স্বাং বিরোধী ? দেখুন, আপনার আজ্ঞামাত্রেই আমাৰ অভীষ্ট সাধ হতে পারে। এই স্থানের অনতিদূরে সিন্ধরসের একটি মহানি - আছে, সেইটি হস্তগত করবার জন্যই আমার এই উদ্যোগ। আপ