পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চওকৌশিক । কাপা –(সবিস্ময়ে স্বগত) অহো ! কি ধৈৰ্য্য, কি জ্ঞান, কি মহামু -سن: اgfrgi ! str বিচলিত হয় গিরি যুগান্ত-প্রলয়-বারে হইয়। তাড়িত ; ধীরের অটল মন কষ্টে পড়িয়াও তবু নহে বিচলিত ॥ অতএব, আমার পুনঃ পুনঃ বলাতেও কোন ফল হবে না । ( প্রকাণ্ডে বেতালের প্রতি ) বাপু ! যাও, এই রাজার অভীষ্ট সাধন কর । বেতাল –( প্ৰণাম করিয়া ) যে আজ্ঞে সাধক । ( প্রস্থান ) কাপা –( চারিদিকে অবলোকন করিয়t ) রাত্রি প্রায় প্রভাত হ’ল । এইবার তবে সাধন করা যাক । রাজা –দেখুন সাধক এই দীন জনের প্রস্তাবটা যেন স্মরণ থাকে । কাপা –রাজন ! দেবতারা তোমার প্রস্তাব স্মরণে রাখবেন। ( প্রস্থান ) রাজা –( পূৰ্ব্বদিক অবলোকন করিয়া প্রসন্ন ভাবে ১ এই যে ! বন তম ভেদ করি’, প্রাতঃসন্ধ্য অরুণেরে পুরোভাগে করিয়া স্থাপন, o ঐ দেখ স্বৰ্য্যদেব জগৎ-ছিতের তরে পুৰ্ব্বদিকে উদিছে এখন। আমিও তবে ভগবতী ভাগীরথীর তীরে উপস্থিত হয়ে প্রভুর আদেশ श्रशूषांशैौ कांछ कब्रि । - - - ( প্রস্থান ) ইতি শ্মশান-চরিত নামক চতুর্থ অঙ্ক ।