পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকৌশিক । १e (চিত্ত করিয়া দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিয়া বিহবল ভাবে ) আহ ! কৃশাঙ্গী প্রেয়সী মোর বিধুর হইয়া প্রতি নিশি করে শোক আমার লাগিয়া ; কি দিয়া দাসত্ব মোর করিবে মোচন অম্বুদিন করে সে গো তাহারি চিস্তন ; মিলনের আশে শুধু বেঁচে আছে প্রাণে, এ মোর চণ্ডাল-দশা সে তো নাহি জানে ॥ শত-ধাত্রী কোলে লয়ে পারিত না করিতে গো প্রশাস্ত যাহায় —সেই তুই কেমনে রে অকাতরে নিদ্রা যাস্ नूझेॉब षत्रांग्न ? শত নৃপ যার আজ্ঞা আনন্দিত মনে সদা - করিত পালন —সেই তোরে আজ্ঞা করে এবে কিনা শাস্ত্রবিৎ যত বটুগণ ॥ ( অনেকক্ষণ চিন্তা করিয়া করুণভাবে ) এ মোর মস্তকোপরি সমস্ত বিপদ কেন হোকৃনা পতন ; আমি তো গো করিয়াছি সাদরে তাদের সবে স্বাগত ভাষণ । কার্য্য করি" মুস্থ মনে যাহারা গো আছে, বিপদ সম্পদ তুল্য তাহদের কাছে। । তোর লাগি ওরে বৎস এই ছুঃখ আজ , , —অঙ্কশায়ী শিশু তুই, না করিলি কাজ,