পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

等移 চণ্ডকৌশিক । অথচ নিষ্ঠুর দৈব সর্পের মতন অহেতু সহসা তোরে করিল দংশন ॥ ( আশঙ্কার সহিত ) হউক পাপের শাস্তি —বাছাটির অমঙ্গল r হোক্ প্রতিহত ; কিছু না করিল তৰু ঘটালে এ দশা তার নিষ্ঠুর বিধাত ! (বামাক্ষি ও দক্ষিণ বাহু স্পন্দনে হরষিত হইয়া ) নাচে মোর বাম চক্ষু দক্ষিণ এ বাছ মোর - হতেছে স্পন্দন । বিপদ সম্পদ মোর উভয়ি ইহাতে যে গো হতেছে স্বচন ॥ (চিন্তা করিয়া ) অথবা, বিপদ সম্পদের চিস্ত করে” আর কি হবে ? দুরাত্মা হরিশ্চন্দ্র দুই পৰ্য্যাপ্তরূপে ভোগ করেচে। - অতঃপর যে বিপদ সেই তো গো সম্পদ আমার ; মরণই তো এবে মোর পাপ-মুক্তি-সম্পদ-স্থয়ার। তাড়াতাড়ি চণ্ডালের প্রবেশ । চণ্ডাল - ওরে । পুত্রের— - - রাজা –( আশঙ্কার সহিত ) বাপু পুত্রের কি হয়েছে ? চণ্ডাল —ণ্ডরে ! যেখানে প্রিয় পুত্রের পাশে গুয়ে একজন স্ত্রীলোক পার্শ্ব-পরিবর্তন করতে করতে করুণশ্বরে রোদন করছে, সেইখানে