পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ae চওকৌশিক। আমাকে ফেলে দুরে চলে গেচিল ? হায় আমার কি হবে । আমার সৰ্ব্বনাশ হল রে । ( মূৰ্ছ' ) - রাজা – বিহবল হইয়া ) কি কষ্ট ! কি কষ্ট । এই কথাগুল নিষ্ঠুর বিধাতারও স্থঃশ্রাব্য । - শৈব্যা –(সংজ্ঞা লাভ করিয়া তিরস্কার-সহকারে ) হা নাথ ! দেখ, এই কোলের বাছার কি দশা হয়েচে । তোমার দেখচি মায়া-মমতা কিছুই নেই ; নিশ্চিন্ত হয়ে তুমি এখন কোথায় আছ বল দিকি ? তুমি আমাকে এই আদেশ করেছিলে যে, “দেখো, বালকটিকে সযত্বে পালন কোরো”—আমি পাপীয়সী সে কথা কৈ আর রক্ষা করতে পাল্লেম ? - - রাজা –(সবিশেষ করুণভাবে ) অহে ! এই বিলাপ কি মৰ্ম্মস্পৃক্‌ ! শৈব্যা –( পুত্রের প্রতি অঙ্গ স্পর্শ করিয়া ও দেখিয়া ) বাছ রে । এই তোর চাদ-পার উজ্জ্বল কপালট, এই তোর সেই ধারে-ধারে-লাল স্নিগ্ধ পক্ষল ধবল চোখ, দুটি, এই তোর সেই স্বগঠিত অস্থি-বদ্ধ কঠিন প্রশস্ত বক্ষ ; তবে এই শরীরে পোড়া বিধি কিসের অলক্ষণ দেখলেন ? আর আমার সেই সত্যব্রত নাথের চরিত্রে ও আমার চরিত্রেই বা কি দোষ দেখলেন ? তবে দেখচি ধৰ্ম্ম সৰ্ব্বপ্রকারেই অমূলক, লক্ষণাদি অপ্রামাণ্য, বিজ্ঞান-বেত্তারা মিথ্যাবাদী। কেননা, গণৎকারের—সামুদ্রিক-বেত্তারা আমাকে কতবার বলেছে, তোমার এই পুত্র বংশধর হবে, দীর্ঘায়ু চক্রবর্তী রাজা হবে ; ত, এই হতভাগিনীর কপাল-দোষে সবই যে মিথ্যে হল। রাজা –( আশঙ্কার সহিত) কি ? আমার সম্বন্ধে কি কিছু বলচে ? (ভাল করিয়া দেখিয়া সাশ্র-লোচনে ) একি এ | - - মন্তকটি ছত্রাকার প্রশস্ত ললাট-দেশ । . . . . . নয়ন বিস্তৃত , . . .