<v চণ্ডকৌশিক । হায় আমি কি হতভাগ্য ! এর শৈশবের দত্তোদগমের সময়টা আমার মনে পড়চে । - মঙ্গল গুগগুল দিয়া রচিত হইত এর আলুলিত স্বল্প জটাবলি ; মুখটি শোভিত যেন মধুপ-দলিত পদ্ম —এবে সেই স্থতি গেছে চলি ৷ হা বৎস রোহিতাশ্ব ! স্বৰ্য্যকুল-নবপল্লব ! হা হরিশ্চন্দ্র-হৃদয়নন্দন ! কুপিত কৌশিকের দক্ষিণ ঋণ পরিশোধের তুই তোরে প্রধান পণ্য । যজ্ঞ-কার্য্যে না করিলে দেবের তপণ, ধন আদি না করিলে অর্থীরে অর্পণ, কুলোচিত সুখ ভোগ না হল তোমার, যশের সৌরভ তব না হল বিস্তার ; ক্ষীর-ভূমি-স্থিত বট-বীজের সমান নিষ্ফল হইয়া চলি গেলে স্বৰ্গধাম ॥ মস্তক না হ’ল তব স্থপবিত্র অভিষেক-নীরে —দানে হস্ত,—পদদ্বয় আরপিয়া শক্ৰজন-শিরে 5 বাহ তব না হইল কিণাঙ্ক লাঞ্ছিত ওরে টানি’ ধন্থগুণে, প্রতিপদ-চন্দ্ৰসম হইয়া উদয় হ’লি বিলুপ্ত গগনে ॥ - (চিন্তা করিয়া ) এখন দেবী বিলাপ কচ্চেন, এখন কি ওঁর নিকটে গিয়ে আত্ম-পরিচয় দেব ? না, হতভাগিনী এখন পুত্র-শোকে দগ্ধ
পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।