পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকৌশিক । ማ:» হচ্চেন, এখন আমার দশ-বিপৰ্য্যয়ের কথা ওঁর কাছে প্রকাশ করে’ ওঁকে কষ্ট দেওয়া উচিত নয় । (আপনাকে অবলোকন করিয়া ) জুরাত্মা হতভাগ্য হরিশ্চন্দ্ৰ —এখনও কেন তোর মরণ হচ্চে না ? এর পর আরও না জানি কি দেখতে হবে । ( মূৰ্ছিত হইয়া পরে ধীরে ধীরে চক্ষু উন্মীলন করিয়া ) দুরাত্মা, হতভাগ্য হরিশ্চন্দ্র । এখনও যখন এই দগ্ধ প্রাণ বিসর্জন করচিস নে, তবে কি আত্মঘাতীর নরক হতে আপনাকে রক্ষা করতে ইচ্ছা করচিসূ?—ধিক্ মুর্থ ! বরঞ্চ গে। "অন্ধ-তম” নরকেতে হইব মগন, পুত্ৰ-মুখ ইন্দু যদি নাহি পুন হয় গো দর্শন ॥ অপিচ ঃ অন্ধ-তম, আর সেই ভইরব পুষ-বীচী, ভয়ঙ্কর অসিপত্র-বন ; রউরব, শালমলী— এই সব নরকে ও নাহি হয় যন্ত্রণা তেমন - —তনয়-বিয়োগ-শোকে স্বতীব্র যন্ত্রণা হৃদে অবিরত হয় গে। যেমন ॥ । আর বিলম্ব করে” কি হবে । আচ্ছ। তবে ভাগীরথীর ধারে গিয়ে এই পুত্র-শোকানল নিৰ্ব্বাণ করি । " ( ধীরে ধীরে পরিক্রমণ, পরে স্মরণ . হওয়ায় সভয়ে ) ওহে ! আমি যে নিতান্ত পরাধীন, সে কথা ভুলে গিয়েছিলেম। (চিত্ত করিয়া বিহবলভাবে ) ও ! কি কষ্ট কি কষ্ট । ধন্ত গো স্বাধীন জন, মরণে পায় সে শাস্তি । –ছুঃখের নির্মাণ ৪ :