চণ্ডীদাস চণ্ডীদাসে কয় না ভাবিহ ভয় ২০ সে হরি জগত পরি। তারে কোম জন করিব তাড়ন নাহি হেন দেখি কতি ॥ .৬ । আরতি এই কথা নানা অর্থে ব্যবঙ্গত হইয়াছে। এখানে বোধ হয় চেষ্টা অর্থাৎ শক্রতার চেষ্টা । సిసి
- ံ ့ခို
শুন গো স্বজনি সই ৷ কেমনে রহিব কান্ত না দেখিয়া নিশি দিশি হেদে রোই । হের দেখ রূপ নয়ান ভরিয়া করেতে মোহন বঁাশী । হাসিতে ঝরিছে স্বধা ঝরে কত রাশি ॥ হেন মনে করি অ’াচল থাপিয়া অ’াচলে ভরিয়া রাখি । পাছে কোন জনে ডাকা-চুরি দিয়া পাছে লয়ে যায় সখি ৷ এরীপ লাবণ্য কোথায় রাখিতে মোর পরর্তীত নাই । হৃদয় বিদারি পরাণ যথায় সেখানে করেছি ঠাই ॥ সবার গোচর , , নাহি করে ক৬ t রাখিব যতন করি । !পাছে দিয়া সিদ যবে যাই নিদ কেহ বা করয়ে চুরি ॥ ঔীদাস বলে হেনক সম্পদ t • গোপনে রাখিবা বটে। মতিম মাণিক ' \ a. v राः७ 05|श्न उtā नॉश् ि७ब्र জানি সিদ্ধ দিয়া কাটে ॥ ৩ । রোই—কাদি । ৮ । থাপিয়া—স্থাপিয়া, রাখিয়া । ১• । ডাক চুরি দিয়া-চুরি ডাকাতি করিম। সর্থীর উক্তি। У о о அகி শুন শুন শুন অামার বচন কহিছে মরম সখী । অণখি আড় কভু না হও তাহার শুনহ কমলমুখি ॥ রাই বলে বড় আছে ওই ভয় পরাণ না হয় স্থির । মনের বেদনা বুঝে কোন জন এ বুক মেলয়ে চির ॥ স্বতস্তর মঠ গুরু পরিজন তাহারে আছয়ে ডর । যেন বেড়াজালে সফবি সলিলে তেমতি আমার ঘর ॥ নহে বা শ্যামের অতি কুতুহলে হেরি ও বদন সদা । সবার মাঝারে কুলকলঙ্কিনী সব জন বলে রাধা ॥ সে সব কলঙ্ক পরিবাদ যত সৌরভ করিয়া নিমু। এত দিন যত পাড়ার পরশী
- তাতে ভিলাঞ্জলি দিহু ॥ চণ্ডীদাস কহে, সে শু্যাম তোমার তুমি সে তাহার প্রিয় ।
6.6 So २०