চণ্ডীদাস কিঙ্কিনী নূপুর কোটি লাখ নিব যাহার উপমা নাই । যত হয় লেখা নাহি যায় রাখা ১৫ লইব তোমার ঠাই ।” এত শুনি রাধা কহে আধা আধা বসিয়া নাগর পাশে । এত কিবা সহে দানের বিচার কহে দ্বিজ চণ্ডীদাস ॥ > 0 ৭ । পুথির এই অংশ কীটদষ্ট। ১১। রাখিব—-রাথিবে। ১৫ । যে অঙ্ক পাত করিতে পারা যায় না। ১২৬ হাসিয়া হাসিয়া ধরিয়ী রাধার করে । হাসনি রসিয়া রাই পানে চেয়ে হরষে কহিছে তারে ॥ “কত স্বধানিধি আমার অণচলে ৫ করে সে পরশি লেহ । কিবা চাহ দান রসাল মিশালে আসি ভাঙ্গাইয়া লেহ ॥ এক শত লাখ হাতে গণি পাবে বচন আমিয়া কণি । yo আর লক্ষ লক্ষ .. চাহনি মধুর লেহত আসিয়া গণি ॥ আর কোট লক্ষ লেহত আধর সুন্দর কনক ফুলে। যার নাহি তুল তার সমতুল ১৫ , যার নাহি দিতে মূলে ॥ বড়াই রসিয়া جاوي অমূল্য ভাণ্ডার লেহত জাগাত বুঝিলে যে ছয় লাভ ” চণ্ডীদাসে বলে যে বলে সে হয় এ কত বুঝিয়ে ভাব। 3 * ১ । রসিয়া—রসিকা । ৮। ভাঙ্গাইয়৷ লহ-কোনটায় কত লইলে হিসাব করিয়া লও। ১৬ মূলে-মূল্য । ১২৭ কাডারি “শুনহে রসিক নাতি । জাতি মিলায়ব ধন বিলায়ব নেহত অাচল পাতি ॥” হাসিয়া হাসিয়া রসিয়া বড়াই কহিছে রাধার ঠাই । 6. “কি শুন মাতিয়া বচন সচন কেমনে শুনহ রাই ॥ কুলশীল পনা শুনহ নাতিনা নিতে চাহে ও না দানী । তার কিবা ভয় কিসের সংশয় ১• এই কর বিকি কিনি ॥ অমূল্য রতন যাহার বচন কিবা সে লোকের ভয় । যে চাহে তা দিয়ে এই আন লয়ে • হেন সে মনেতে ভায় ।” እ¢ রাই পানে বলে বুড়ি কোন ছলে, • কাণে কাণে কহে কথা । - বারি হাতে কৰুি শু্যাম বরাবরি যাইয়ে নাড়য়ে মাথা ॥ D
পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।