Գe - ԵՅ 7թ: \. । শয়নে ভোজনে নয়নে নয়নে অখির গোচর যবে। তৰে কি পরাণে জীবই জীবনে ১০ পরাণ না রহে তবে ॥ তেজি আন পথ গোপত আরোপি সকল তোমার পায় ।• নিরস্তুর মন সঘন সঘন তুয়া পথ পানে চায় ॥ S& গোলক বিহার পরিহরি রাধ। গোকুলে গোপের ঘরে। তুয়া আশ বাস, পরশ লাগিয়া আইনু তোমার তরে ॥ তোম হেন নিধি মোরে দিল বিধি, ২০ শুনহ কিশোরী গৌরী।” চণ্ডীদাসে কয় হেন মনে লয় কাহে আড় করি ॥ ১৩। লোকের নিন্দ চয় চন্দনের ন্যায় সৌরভময় বিবেচনা করি । ১• । তেজি আন পথ—অন্য সকল ধৰ্ম্ম পরিত্যাগ করিয়া । عيrgmaسr-graه అరి रूॉनऽी ! “তুমি সে অধির তারা। অ’াখির নিমেখে কত শতবার নিমিখে হইয়ে হারা ॥ তোমা হেন ধন অমূল্য রতন পাইল কদম্ব তলে। 6. বৈস বৈস রাধা কত না বেজেছে ও রাঙ্গাচরণ তলে ॥ " শিরীষ শরীর , ছটায় রবির মন্দ্রি হয়েছে মুখ । আহা মরি মরি বিষম গমনে কত না পেয়েছ দুখ ॥” আপন পীতের বসন অচিলে রাই মুখ মুছে শু্যাম । , বসন বাতাসে শ্রম দূরে গেল মিটিল অঙ্গের ঘাম ॥ নীপ কদম্ব তরুয়ার তলে ' সহচরী গোপীগণে । রস সরসিজ সরস বচনে চাহিয়! শ্যামের পানে ॥ রসিয়া বড়াই কহিছেন তহি “শুনহ রমণী যত । প্রেমরসদান কর সমাধান? তাহা না বুঝয়ে কত ॥ ইঙ্গিতে ইঙ্গিতে কহে এক ভিতে সেই সে চতুর বুড়ি । উগি দিয়া চাহে আনপথে রহে পড়িল হাতের বারি ॥ কানু করে লই ছেন জুধ দই বদনে ঢালিয়া দেয় । কার বা বসন লইল যতন । কার অঙ্গে হার লয় ॥ ঐছন কি রীতি ধরিয়া পিরীতি ধরিয়া রাধার করে । গুপ তরুবর কদম্বের তলে বৈঠল নাগরবরে ॥ চণ্ডীদাসে দেখি তুহু রূপখানি মনেতে লাগিল ভাল । একুল হুকুল যমুনা কিনার সকলি করিল আলো ॥ ১• । বিষম গমনে—উচ্চনীচ স্থানে গমনে । ৩৫। মিটিল—মিলিয়া গেল, শুকাইয়া গেল । 3• Y(t ૨૦ ૨(t ৩৫
পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।