জায়ানে ধাইয়া এই কহ গিয়৷ গুহ দূর পথ আছে ਾਂ Ꮌ☾ রাধারে স্বপিল খামে। * গুরু জন বলে তাতে ॥ " রাধা বটে রাধা তার রাঙ্গ পায়ে ১০ হরফ বদনে কহ না সদনে পশিল মন্সের সনে ॥ যাইতে ਾਂ পুর। আর কিবা মোর সে ঘর করণে চণ্ডীদাস বলে চলহ তুরিতে ধরম সরম কাজ । | পথ আছে বহু দূর ॥ • • কুল শীল মোর যে হুকু সে হকু ১ • । লিধি—সিদ্ধি । পড়িয়া যাউক বাজ ॥ Ꮌ ☾ ১৫ অঙ্কুরথ—সঙ্কট, বিপদ । বহু পুণ্য দশা পাই ফল ভাসা مل ہے-ایس-مے সফল করিয়া মানি।” ጏ8 e চণ্ডীদাগ সুখী দোহার পিরিতি শ্ৰী কানড়। এমন নাহিক শুনি ॥ কহিছে বড়াই “শুম ধনী রাই ১০–১১ নিশ্চয়ই রাধিক তাহার চরণে আত্মসমর্পণ বেলা সে উচর হল । করিল। তোলহ পশরা অতি রবি খরা তুরিত করিয়া চল । - بهره ببی తీసి 2 গৃহপতি তার অতি সে মুখরা ৫ পিন্ধুড়া । গঞ্জিব কতেক গালি।” -- হাসিমুখ ধনী রাধা বিনোদিনী শুনি উঠে তাপ বিষম সন্তাপ চাহিয়া শু্যামের পানে ॥ ਮਸ਼ੀ তুরিতে ভালি ॥ পূর্ণ হল কাম যতেক কামনা লোক চরচাতে হেন মনে করে যে সুখ আছিল মনে ॥ সকল বুড়ির দোষ । yo তাহা বিধি আনি ভালে মিলায়ল ৫ আমি না আইলে কেবা লয়ে যায় কামনা পূরল আজি। কাহারে করিব রোষ ॥ প্রেম পরশিয়া লালস পাইয়৷ রাধা বলে তায় “কিবা আছে ভয় পশরা জানিতে সাজি ॥ যে করু সে করু পাছে । बिकि किनेि इब्नु কদম্ব তলাতে এ হেন সম্পদ পাইয়। আমরা ১৫ মনোরথ হঙ্গ সিধি । ة لا আর কি জগতে আছে ॥\ , বেলা সে হইল ঘরে লে যাইতে শুনগো বেদনী বড়াই চেতনী কহি শুন গুণনিধি ॥ • তুমি লে নাটের নাট । পুনঃ কালি মোরা পশরা সাজায়ে গোপনী যে রস, করিলে বেকত আলিব মথুরা পথে। 蒙> পাতালে রসের হাট ॥ " २० চণ্ডীদাস ৭৩
পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।