চণ্ডীদাস এমন কে জানে না শুনি শ্রবণে ২ .শাঙলী ধবলী হার। & এ বোল বলিতে হেদে আচম্বিতে যুগল নয়নে ধারা। কি বলিব কায় যশোমতী মায় হারাল শাঙলী গাই । মোরে কি বলিবে এ মন্দ কহিবে ১০ সেই যশোমতী মাই ॥ বলিছে রাখাল গুনহে গোপাল আমরা কহিব গিয়া । আচম্বিতে গাই হারাল তথাই ब्रांथि श्रृंद्रायांथ ग्निशां ॥ Y& যশোদা রাণীরে কহিৰ তাহারে কামুর নাহিক দোষ। কালি খুজি বনে বালক সকলে কামুরে না কর রোষ ॥ সকল বালক খুজি একে ੱਚ ੨੪ আজু না মিলল তাই । कiणि खश्रांनि द्ि শাঙলী ধবলী চণ্ডীদাস গুণ গাই ॥ ৮। কায়-কাহাকে । ১৫ । পরবোধ==প্রবোধ । >७३ 鬍」 দেখ দরশন করহ ভোজন শাঙলী ধৰ্বলী বলি। छू कब्र छग्नि এ অল্প ব্যঞ্জন ডাকিছেন বনমালী ॥ কোথা আছ তোরা দেখা দেহ মোরে & হৃদয় পরাণ র্কাদে । | bo (o তোমাঞ্জবিহনে জানি এ ਅੱਗੇ। মোর বুক নাহি বাধে . কাদে যদুনাথ . বুকে দিয়া হাত ফুকরি ফুকরি রোই । , So, তোম না দেখিলে এই ৰনভিতে । শাঙলী ধবলী গাই ॥ এ বোল বলিতে ফুকরি রোইতে নন্দের নন্দন কান ৷ 攀 攀 攀 না যাব গৃহেতে রহি বনত্তিতে ১৫ তোমরা চলিয়া যাও । ঘরে গিয়া কত মায়ের সাক্ষাতে আমার শপথি খাও ॥ ধেনু হারাইয়া না পাইল খুজিয়া কানাই রহিল তথা । २० শুনি সখীগণ বিরস বদন হৃদয়ে পশিল ব্যথা ॥ কাদিয়া আকুল বালক সকল কামুর বদন চায়। দেব অগোচর সে জন মোহিত ২৫ চণ্ডীদাস গুণ গায় । ৮ । আমায় হৃদয়ে শাস্তি হইতেছে না। ১০ । রোই—কাদে । ২৫। যে জন দেবেরও অগোচর, তিনিও যুদ্ধ হইলেন, 馨
অর্থাৎ কে ধেনু হয়ণ করিল, বুঝিতে পারিতেছেন না। IHH পূরবী । *. পুনঃ শিশুগণে করল হরণ , রাখিল গোপন করি । ব্ৰহ্মার মনেতে করি কিছু চিতে ইহ কি গোলোক-হরি ।