Ş •હેજ- •. অগুরুচন্দন চুয়া দিব কার গায় . জর জর হৈল তনু নিশি না পোহার। কপুর চন্দন চুয়া দিব কার মুখে । & রজনী বঞ্চিব হাম কারে লয়ে সুখে ॥ নাহ নিষ্ঠুর যদি না আইসে ইন্থ। যমুনার জলে সব দিব ভাসাইয়া । কার লাগি রাখিব ইহ সংযোগ করিয়া । চণ্ডীদাস কহে তবে মিলিব আসিয় ॥ } e দু’কান পাভিয়৷ ఇు সুহিলী । সে যে বৃষভানু-স্থত । মরমে পাইয়া ব্যথা । সজলনয়ান হৈয়া । রহে পথ পানে চাইয়া ॥ ফুল-শেজ বিছাইয়া । Gł রহয়ে ধেয়ানী হইয়া ॥ উজর চাদনী রাতি । মন্দিরে রতন-বাতি ॥ কহে সব ভেল আনি । কাহে না মিলল কান ॥ S р সকল বিফল হৈল। আাধ রজনী গেল ॥ শ্যাম বঁধুয়ার পাশ । চলু বড় চণ্ডীদাস ॥ & st
- ांनबै ।
to ছিল এভক্ষণ বঁধু পূথপানে চাই। পরভাত নিশি cमभिग्न! अभfब চমকি উঠিল রাই । . পাতায় পাতায় পড়িছে শিশির সখীরে কহিছে ধনী । वांश्ब्रि झट्टेग्नां দেখ লো সজনি বঁধুর শবদ শুনি ॥ পুনঃ কহে রাই না আসিতে বঁধু মরমে রহুল ব্যথা - * কি বুদ্ধি করিব পাষাণে বাড়িয়া ভাঙ্গিব আপন মাথ ॥ ফুলের এ ডাল ফুলের.এ মাল৷ শেজ বিছাইমু ফুলে । সব হৈল বাসি আর কেন সই ভাসা গে বমুন-জলে ॥ কুমকুম কস্তী চুবক চন্দন লাগিছে গরল হেন । ‘তামুল বিরস ফুলহপ্পি ফণী ংশিছে হৃদয়ে যেন ॥ সকল লইয়া शशूनांग् ७ात्र আর ত না যায় দেখা । ললাটের সিন্দুর মুছি কর দূর নয়ানের কাজর-রেখা ৷ আর না রাখিব এ ছাৱ পরাণ না যাব লোকের মাৰে । থির হও রাই চলু চণ্ডীদাৰ জানিতে নিঠুররাজে ॥ } o ( ३० ૨d