રજ8 পুন মান রাগ ४ ठिन &धकांग्न চারি চারি করে গুণি। যখন এ তত্ত্ব প্রকাশি কায়াতে দূরে গেল তত্ত্বখানি ॥ সে যে ছিল জ্ঞান গেল কোন স্থান আর দশা আসি ঘেরে। বাছ বাছা বলি যে তত্ত্ব পাগলী উনমত হৈয়া ফেরে। তত্ত্ব দূরে গেল মায়া প্রবেশিল জানল তনয় মোর । চণ্ডীদাস বলে বুৰ্বল শকতি মানুষ ভিতরে তোর ॥ X6. २e ●ፃe রামকেলি। আরে মোর যাদুয়া দুলাল। অনেক তপের ফলে এ ধন পেয়েছি কোলে মধুপুরে হারাইল ভাল। ভাল হল যা করিলে দরিয়াতে ভাসাইলে এ নহে তোমার ঠাকুরালি। (? বঢ়াইলে অতি প্রীত এবে কর অনুচিত হিয়ায়ে আনল দিলে ভালি ৷ বিরহ কঠিন বড় এ কথা জানিহ দঢ় পরবশ না গুণিহ মনে। উগারিয়া মধুরাশি প্রেম কৈলে অহৰ্নিশি ১০ ইহা তুমি ঘুচাহ কেমনে ॥ গোকুলের গোপিনীগণ আন সখা আন জন 略 সে সকল পালর কেমনে । 鬱
- 永 冰 *" যশোদা রোহিণী কাব্দে তারা বুক নাছি বান্ধে ১৫
ঘৰে আলি এবেশিলা পুরে। না কর নিষ্ঠুরপন আছে তারা পথ চাই কৰে আসিবে কানাই । কৰে দেখি নয়ন গোচরে ॥ এ কথা শুনিব ববে তারা কি তিলেক জীবে মরিব সে জলে প্রবেশিয়া। २० শুন বাপু দুই জন রহী নহে জননী তেজিয়া ॥ प्रब्र मद्ध cॐमबांब्रि চতুর মুরলীধারী পুরব পড়িয়া গেল মনে। পীতবাস করে ধরি জাখির পুছয়ে বারি ২৫ দেখে বলরাম অভিমানে ॥ কৃষ্ণের বদন পানে চাহি কান্দ্রে বলরামে দুহে মুছে নয়নের বারি। চণ্ডীদাস কহে তায় কহিলে দৈবকী মায় রহি হেথা চতুর মুরারি ॥ Jo ♥ ♥ኔ | এ কথা শুনিয়া নন্দের বিরহ বাঢ়ল বিষম জ্বালা । বহে প্রেমজল . বসন ভির্গল যেমন কালিন্দী-ধারা ॥ ক্ষেণেক নিশ্বাস ক্ষেণেক হুতাশ ৫ ক্ষেণেক সম্বিত হয় । এক দৃষ্টে চাহে অতি বড় মোহে नग्नीन भिलिङ्ग। ब्रट्न् ॥ ঘোষের নয়ানে দোহার বরানে ভৈছন দেখিয়ে হয়। > o 事 歌 歌 事 事 橡 এত কি সহয়ে নঙ্গের পরাণে दिक्ष्म झांक्ल १ छांभि ।