পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস

  • QWy

সুবল মুদিল সে দুটি নয়ান ৫ § 3 চাহিতে নাহিক পারে। ರ್ಫfy1 酸 রূপের ছটায় নয়ন বারিল এ বোল শুনিয়া বৃকভামুরাজা দেখি আতি মনোহরে ৷ মগন হইলা চিতে । দেখিয়া নয়ন ভরিলা তখন “তোমারে কি দিয়া আমি সে তুষিব সেই বাজিকর শিশু । X o কি তোরে আছয়ে দিতে ॥ কহিতে লাগিল বৃকভানুরাজা পরাণ কাড়িয়া দিই তোমা হাতে গুণীরে ডাকিয়ে কিছু ॥ তবু সে শোধন নয় । "তুমি আসি মোর নন্দিনী জিয়ালে কোন বস্তু দিয়া তোমা স্থখী করি কি দিব তোমারে দান । হেন মোর মনে হয় ॥” আপন হৃদয় ভিতরে আনিয়া ১৫ করেতে ধরিয়া বাহির হইল৷ যবে দিয়ে তোরে প্রাণ ॥” সেই শিশু লই সঙ্গে । তবে কহে শিশু “শুন মহারাজা নানা রত্ন আদি কনকের মালা _fদল হরষিত রঙ্গে ॥ গুণীর এ কাজ হয়ে । - পর উপকার বড়ই স্কুল্লভ মণি মাণিকের মালা অতি শোভা সকল জনেতে কহে ॥ ఫి 6 f; দিল এ পঞ্চ জনে । , পরহিংসা সম নাহিক পাতক মকর কুণ্ডল দোহারিয়া দিল এ তিন ভূবন লোকে। অতি আনন্দিত মনে ॥ ধিক্ রল্লাহু তার জীবন আসার সোণার পদক অতি মনোহর কি আর বলিব তাকে ॥ তাহে তাড়বালা শোভে । যদি কোন ছলে করে উপকার ২৫ বিচিত্র বসন সোণায় জড়িত যেমত বন্ধুর প্রায় । \ দিল মহারাজ তবে ॥ ইহ লোক তরে উহ লোক তরে" বহুত কাঞ্চন রঞ্জত পূরিয়া দ্বিজ চণ্ডীদাস গায় । যুতে যুতে দিল যত । ৯-১০ । প্রথমে রাধার রূপ দেখিয়া বাজিকরের হরষ বদনে তুষি পঞ্চজনে আদর করিল কত ॥ নয়ন ঝলুসিয়া গিয়াছিল। তাহার পর যখন সে দেখিতে সমর্থ হইল, তখন তাহার নয়ন ভরিয়া গেল। চণ্ডীদাস তাহা • দেখে দাড়াইয়া ১৫-১৬ তোমাকে হৃদয়-ভিতরে আনিয়া যদি বৃকভামু ধরি করে। নিজের প্রাণ দিতে পারি তবেই তৃপ্তি হয়। t আদর করিয়া ভক্ষ্যের সামগ্ৰী, কত আনি দিল তারে । t ১৫ । দোহারিয়া—জোড়া জোড়া। ২২ I যুতে যুতে—বহু সংখ্যায়। &