পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• Woo চণ্ডীদাস - রাজার ঝিয়ারি বয়সে কিশোরী • তাহে কুলবর্তী বালা । কিবা অভিলাষ বাড়য়ে লালস বুঝিতে নারি এ ছল ৷ Ꮌ☾ তাহার চরিত হেন বুঝি রাত হাত বাড়াইল চাদে । চণ্ডীদাস কয় করি অনুনয় ঠেকিলে কালিয়া ফাদে ॥ ৬ । ভয় নাহি মনে—পাঠান্তর। দুরুজন অর্থে দুর্জন হইতে পারে না । বোধ হয় অর্থ এই–গুরুজন প্রভৃতি । ৭। দেবতা পাইল--দেবতার আবেশ হইল--ভূতে পাইল । ১২ । ঝিয়ারি-কুমারী পাঠও আছে। ১৪-১৫ । লালস—আকাঙ্ক, অমুরাগ। সে যে কোন বন্ধুকে অভিলাষ করিয়া অনুরাগ দেখাইতেছে তাহা বুঝিতে পারা যায় না। ১৬-১৯। পাঠাস্তর :– তাহার চরিতে হেন বুঝি চিতে হাত বাড়াইল চাদে । চণ্ডীদাস ভণে করি অনুমানে ঠেকেছে কালিয়া ফঁাদে । অনুনয়–অষ্টমান ; তাহার কার্য্যকলাপ দেখিয়া বোধ হইতেছে যে, সে কোন অপ্রাপ্য বস্তু পাইবার ইচ্ছা कब्लिग्नftछ् । 8ማ সিন্ধুড়া আগে রাধার কি হলো অন্তরে ব্যথা । বসিয়া বিরলে থাকই একলে না শুনে কাহার কথা ॥ • ' সদাই খেয়ানে চাহে মেঘপালে না চলে নয়নের তাঁরা। . . ৫ বিরতি আহারে রাঙ্গ বাস পরে যেন যোগিনীর পারা ॥ এলাইয়া বেণী খুলয়ে গাথনি : } দেখয়ে আপন চুলি। * হসিত বয়ানে চাহে মেঘ পানে ১s কি কহে ছ'হাত তুলি ৷ এক দিঠ করি ময়ুর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে । চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বঁধুর সনে ॥ ۔ 4لا,| ৩ । ধরম কথা—পাঠান্তর । ৭ । যেমন যোগিনীর পার-পাঠাস্তর। ৮-৯। ফুলের গাথনি দেখয়ে খসায়ে চুলি- পাঠান্তর। ১১ । কি চাহে দু’হাত তুলি—পাঠান্তর। নিজের কেশ, মেঘ ও ময়ূরের কণ্ঠের বর্ণের সহিত শ্ৰীকৃষ্ণের বর্ণের সাদৃশ্য আছে বলিয়া রাধিক সেগুলি দেখিতেছেন । রাধিকার এই উদ্ভণন্ত ভাব বড়ই কমনীয়। 8v বালা ধানশী এ সখি সুন্দরি, কহ কহ মোয় । কাহে লাগি তুয়া অঙ্গ অবশ হোয় ॥ অধর কাপয়ে তুয়া ছল ছল অ’াখি । কঁাপিয় উঠয়ে তনু কণ্টক দেখি ॥ মৌন করিয়া তুমি কি ভাবিছ মনে । ৫ এক দিঠি করি রহ কিসের কারণে ॥ বড় চণ্ডীদাস্যকহে বুঝিলাম নিশ্চয়। পশিল শ্রবণে বাণী ভূতত্ত্ব সে হয়। ৭ । বড়-বটু, ব্রাহ্মণ-বালক। এখানে ব্ৰাহ্মণ । 8సి কামোদ সোণার নাতিনী কেন আইস যাও পুনঃ পুনঃ না বুঝি তোমার অভিপ্রায় । , ,