চণ্ডীদাস সদাই কঁাদনা দেখি অবরু করয়ে জাখি জাতি কুল সব পাছে যায় ॥ যমুনার জলে যাও কদমতলার পাশে চাও ৫ না জানি দেখিলা কোন জনে । শ্যামল বরণ হিরণ পিধন বসি থাকে যখন তখন সে জন পড়েছে বুঝি মনে ॥ ধরে আসি নাহি খাও সদাই তাহারে চা ও বুঝিলাম তোমার মনের কথা । 〉の এখনি শুনিলে ঘরে কি বোল বলিবে তোরে f বাড়িয়া ভাঙ্গিবে তোর মাথ ॥ একে তুমি কুলনারী কুল আছে তোমার বৈরী আর তাহে বড়য়ার বধু। কঙ্গে বড় চণ্ডীদাসে কুল শীল সব ভাসে ১৫ লাগিল কালিয়া প্রেম মধু ॥ ৩ | অবরু—অজস্র । • ৭ । হিরণ পিখন—পীতবর্ণের কাপড় পরা। . >8 | বড়ুয়ার—বড়লোকের | e ( ది थांनबैौ সোণার নাতিনী এমন যে কেনি হইলি বাউরি পারা । সদাই রোদন বিরস বদন না বুঝি কেমন ধারা ॥ যমুনা যাইতে . কদম্বতলাতে দেখিয়া যে কোন জনে । যুবতী জনার ধরম নাশক বসি থাকে সেই খানে ॥ সে জন পড়ে তোর মনে। সতীর কুলের কলঙ্ক রাখিলি ১০ চাহিয়া তাহার পানে ॥ - ཨ:་ཟ་ কুলনারী কুল আছে বৈরা • তাহে বড়ুয়ার বধু। s రి) , কহে চণ্ডীদাসে কুল শীল নাশে কালিয়া প্রেমের মধু ॥ • S6 ১ । কেনি – কেন । ২ । বাউরি-পাগলী । 敬》 शांब*ौ রোঝা ওঝা আন গিয়া পেয়েছে কি ভূতা। কঁপি কঁপি উঠে ঐ বৃকভানুমতী ॥ কানাই কোঙর চিকণ যবে পড়ে মনে । মুরছি পড়িয়া ধনী কঁাদে ভূম খানে ॥ রক্ষা অক্ষা পড়ে মন্ত্র ধরি ধনীর চুলে। 6. কে বলে আনি দেহ কালার গলার ফুলে। কালিয়া কোঙর থাকে কদম্বের ভালে। বালিকা দেখিয়া পাইয়াছে শিশু কালে ॥ চেতন পাইয়। তবে উঠিবেক বালা । ভূত প্রেত ঘুচিবেক যাবে অঙ্গের জ্বালা ॥ ১০ চণ্ডীদাস কহে সবে যারে কহ ভূত। সে শ্বাম কালিয়া চিকণ নন্দ ঘোষের পূত ॥ ১। রোবাআনি গিয়া পাছে আছে ভূতা-পাঠান্তর। ৩-৪ । চিক্কণ বর্ণের কানাই কুমার। কালিয়া কোঙর হিরণ পিখন যবে পড়ে মনে । মূরছি পড়িয়া কাদে ধরি ভূম খানে ॥-পাঠান্তর। ৫ । রক্ষা-মন্ত্ৰ—যে মন্ত্র উচ্চারণ করিলে ভূতের হাত হইতে রক্ষা পাওয়া যায়। অক্ষা কথাটার কুোন অর্থ নাই । ১২। খাম চিকনিয়া সে নন্দ ঘোষের পূত । -- পাঠাগুর । 《는 शॉबर्थी কালিয়া হিরণ পিন্ধন । যখন পড়য়ে মনে T بصصی
পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।