পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস ۰۰۰ هی - না বাধে চিকুর না পরে চীর। না খায় আহার না পীয়ে নীর। দেখিতে দেখিতে বাড়ল ব্যাধি । 6. ষপ্ত তত করি নহিয়ে সুধী । সোনার বরণ হইল শ্রাম । সোঙরি সোঙরি তোহারি নাম ॥ না চিনে মানুষ নিমিখ নাই । কাঠের পুতলি রহিছে চাই ৷ So তুলা থানি দিলে নাসিকামাঝে । তবে সে বুঝিমু শোয়াস আছে ৷ আছয়ে শ্বাস না বহে জীব । বিলম্ব না কর আমার দিব ॥ চণ্ডীদাস কহে বিরহ বাধা । Ꮌ☾ কেবল মরমে ঔখদ রাধা ॥ ১। নিদান—শেষ দ? -- ১৫ । বাধা—ব্যাধি । - Åo e শ্ৰীকৃষ্ণের স্বয়ং দৌত্য (বাদিয়াবেশে ) o বরাড়ী বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী } . আইলেন ভ}&র মহলে । খুলি হাড়ী ঢাকুনি- ** বাহির করে সাপিনী

  • . তুলিয়া লইল এক গলে । ! বিষহরি বলি দেয় কর । Gł শুনিয়া যতেক বালা দেখিতে আইল খেলা

, খেলাইছে মাল পুরন্দর ৷ in{ma দেয় থাবা নাগিনী যে হয় কোপ৷ر দম্ভ করি উঠে ধরি ফণা। অঙ্গুলি মুড়িয়া যায় নাগিনী ফিরিয়া চায় ১০ ছু য়ে যায় বাদীয়ার দাপনী ॥ • খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন কহে “তুমি থাক কোন স্থানে।” “থাকি বনের ভিতরে লাগদমন বলে মোরে মোর নাম জানে সব জনে ॥ Sc বসন মাগিবার তরে আইমু তোমার ঘরে কৃপা করি দেহত আপনি । ছেড়া বস্ত্র নাহি লব ভাল একখানি পাব ভালবেসে দেহ অঙ্গের থানি” ॥ “বটের ভিখারী হও বহুমূল্য নিতে চাও ২০ নহিলে শোভিতে চায় বটে। বনে থাক সাপ ধর তেন পরিধান কর সদাই বেড়াও নদীতটে।” “তোমার বস্ত্র শিরে ধরি আনন্দিত হব বড়ি বহুত বাসিবে মনে স্থখ। २6ः তোমা অঙ্গ পরশিতে মুখ হয় মোর চিতে তুমি যদি না বাসহ দুখ ” “চুপ করে থার্ক বেদে যা পাও তা লও সেধে ভরমে ভরমে যাও ঘরে ” “চুরি দারি নাহি করি ভিক্ষা মেগে পেট ভরি ৩০ আমি ভয় করিব কাহারে ॥ তোমা লয়ে করি ক্রীড়া মনে কেন দেহ পীড়া মুখী কর এই দুখী জনে।” দ্বিজ চণ্ডীদাসে কহে বাদীয়া যে এই নহে মনে বুঝে দেখহ আপনে ॥ ৩৫ d I विषइब्रि-अनना ८लरौौ । ৮ । কোপা–কুপিত। ১১ । দীপনা—জঙ্ঘা ৷ A ১৭। "বস্ত্ৰ দেহ আনিয়—আপনি, পাঠান্তর। ১৯ । দেখি দেও ষ্ট্ৰীজঙ্গের থানি-পাঠান্তর। \