চণ্ডীদাস কহে “জয় দেবী ব্ৰজপুরসেবী গোকুল-রক্ষক নিতি । গোপ গোয়ালিনী স্বভগদায়িনী ১০ পূজ দেবী ভগবতী।” আশীৰ্ব্বাদ শুনি গোপের রমণী আইলা দেয়াশিনী কাছে । জিজ্ঞাসা করয়ে যত মনে লয়ে, বলে “গোপ ভাল আছে ॥ Y& সবাকার জয় শত্র হবে ক্ষয় মনে ভয় না ভাবিবে। তোমাদের পতি সুন্দর স্বমতি সবাকার ভাল হলে ॥" সঙ্গেতে কুটিল৷ আসিয়! জটিল। ২০ পড়িল। চরণে ধরি । “গামাব বধর পতির মঙ্গল বর দেহ কুপঃ করি ॥” শুনি দেয়াশিরী zরষিত বাণী জটিল সমুখে কয় । $6. “বর যে লইলে জ্ঞালই হইবে নিকটে হাসিতে হয় ৷” জটিল। যাইয়া আনিল ধরিয়া আপন বধূর তাতে । লসিলা হরষে দেয়াশিনী পাশে ৩০ ঘুচায়ে বসন মাথে ॥ আনন্দে দেয়াশিনী বলে শুভবাণী “সব সুলক্ষণযুত । গন্ধৰ্ব্ব পাবনী জগভূতারিণী '> ' রাধা নাম ভামুসুত ॥” &6. ধরি ধনীর হাতে মনের আকুতে নিরখে বদন ভার। দেখিতে দেখিতে - আনন্দিত চিতে মদন কৈল বিকা ৷ সাঞ্জিটি খুলিয়া झूण िलहेद्या y বঁধেন নাগরী চুলে। 、ヘ “আনন্দে থাকিবে সকলি পাবে ) কলঙ্ক নচিবে কুলে।” । .. ** শুনিয়া সুন্দরী কহে ধরি নীরি “এ কথা কহবি মোয় । 86. আমার হিয়ার ব্যথাটা ঘুচয়ে তবে সে জানি যে তোয় ।” “હારુતિ મન્નશિ রাখত যুবতী কহিতে বাসি যে ভয় । * : পর পতি সনে বেঁধেছ পরাণে to., ইহাক্ট দেবতা কয় ॥” - হাসিয়া নাগরী, চাহে ফিরি ফিরি “দেয়াশিনী ঘর কোথা ।” \ * صے “আমার ঘর \, হয় যে নগর কহিব বিরল কথা ॥” - ৫৫ সঙ্কেত বুঝিয়া । নয়ান ফিরিয়া_T তাক করে এক দিঠে । fনরখি বদন চিনিল তখন শু্যাম চিকণ টটে ॥ ধীfর ধীfর করি বসন সম্বরি ৬০ মন্দিরে চলিলা লাজে । চণ্ডীদাস কয় স্ববুদ্ধি যে হয় বেকত না করে কাজে ॥
魏、 ৬। বিভূতি-ভস্ম। ১১ বলে—কৰ্ত্তা, দেয়াশিনী। ৩৬। জাকুতে-আগ্রহে ।” ৫৭ ৷ তাক করে-- লক্ষ্য করে ।