চন্দ্রনাথ - ৯২ भग्नांण #ांडूब छांविण, मनं नग्न ; uद९ मिश शञ्जिङ इहेबांब्र কোন কারণ নাই ভাৰিয়া সাহস সঞ্চয় করিয়া বলিল, আপনি ষাকে বাড়িতে জায়গা দিতে পারলেন না, আমি দেব কি ব’লে ? আমারও ত পাচজনকে নিয়েই কাজ ? চন্দ্রনাথ বুঝিল, এ কথা সম্পূর্ণ সত্য। একটু ভাবিয়া বলিল, কৈলাস খুড়োর বাড়িতে কেমন ক’রে গেল ? তিনি নিজে নিয়ে গেছেন। কে তিনি ? কাশীবাসী একজন দুঃখী ব্রাহ্মণ। সরযূ তাকে আগে থেকেই চিন্ত কি ? ই খুব চিনৃত। র্তার বয়স কত ? বুড়া হরিয়াল মনে মনে হাসিয়া বলিল, তার বয়স বোধ হয় যাট বায়টি হবে । সরযুকে মা বলে ডাকেন। সেখানে আর কে আছে ? একজন দাসী, সরযু, আর বিপ্ত। ' বিস্ত কে ? . সরযুর ছেলে । - চন্দ্রনাথ দাড়াইয়া বলিল, বাই। হরিয়াল গতিরোধ করিলেন না। চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। গলির শেষে আসিয়া-একজনকে জিজ্ঞাসা করিল, কৈলাশ খুড়োর বাড়ি কোথায় জান ? সে অঙ্গুলি নির্দেশ করিয়া
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।