চন্দ্রনাথ * ఏ8 চত্রনাথ নিঃশৰে তাহার ছোট মুখখানি নিজের মুখের উপর চাপিয়া ধরির বলিল, বাবা। এই সময়ে লর্থীরার মা-বড় গোল করিল। সে হঠাৎ জানালার ভিতর দিয়া দেখিতে পাইল যে একজন সাহেব ঘরের ভিতর প্রবেশ করিয়া বিগুকে কোলে লইয়া ঘুরিয়া বেড়াইতেছে। সে নিশ্বাস রুদ্ধ করিয়া একেবারে রান্নাঘরে ছুটিয়া গেল। বাটতে আজ কৈলাসচন্দ্র নাই, অনেক দিনের পর তিনি বিশ্বেশ্বরের পূজা দিতে গিয়াছিলেন ; সরযু এই কিছুক্ষণ হইল মন্দির হইতে ফিরিয়া আসিয়া রন্ধন করিতে বসিয়াছিল। লখীয়ার মা সেইখানে চুটিয়া গিয়া স্থাপাইতে ছাপাইতে বলিল, মাইজী ! কি রে! - ঘরের ভেতরে ফ্রাহেব ঢুকে বিগুকে কোলে ক’রে ঘুরেবেড়াচ্চে । সরযু জাশ্চৰ্য্য হইয়া বলিল, সে আবার কি ? বলিয়া দ্বারের অন্তরাল হইতে দেখিতে চাহিল, দেখিতে পাইল না। লধীয়ার মা তাছার বস্ত্র ধরিয়া টানিয়া বলিল, যেয়ে না, বাবুজী আসুন। - সঞ্জযু তাৰ গুনিল না, তাছার বিশ্বাস হয় নাই। অগ্রসর হইয়া যাহা দেখিল, তাহাতে বোধ হল, দালীর কথা অসত্য নছে, একজন সাহেবের মত কে ঘুরির বেড়াইতেছে এবংঅক্ষুটেবিম্বেশ্বরের মহিত কথা কহিতেছে। সাহসে ভর করিয়া সে জানালার নিকটে, গেল। যাহার ছায়া দেখিলেগে ছিনিতে পারিত, তাছাকে ক্ষের। নিমিষে চিনিতে পারিল—তাহার স্বামী—চন্দ্রনাথ ! - :
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।