st সপ্তদশ পরিচ্ছেদ - ভিতরে প্রবেশ করিয়া, গলায় আঁচল দিয়া, পায়ের উপর মাথ৷ রাখিয়া প্রণাম করিয়া সরযু মুখ তুলিয়া দাড়াইল। চন্দ্রনাথ খলিল, সরযু। - - সপ্তদশ পরিচ্ছেদ তখন স্বামী-স্ত্রীতে এইরূপ কথাবাৰ্ত্ত হইল। চন্দ্রনাথ বলিল, বড় রোগ হয়েচ । সরষু মুখপানে চাহিয়া অল্প হাসিল,যেন বলিতে চাছে, ইহাতে আর আশ্চৰ্য্য কি ! তাহার পর চন্দ্রনাথ বিগুকে লইয়া একটু । অধিক পরিমাণে ব্যস্ত হইয়া পড়িল। সরযু তাছার জুতার ফিতা খুলিয়া দিল, গায়ের কোট, শার্ট একে একে খুলিয়া লইয়া বাতাস করিল, গামোছ ডিজাইরা পা মুছাইয়া দিল। এ সকল কাজ সে . এমন নিয়মিত পৃঙ্খলায় করিল, যেন ইছা তাহার নিত্যকৰ্ম্ম, প্রত্যহ । এমনি করিয়া থাকে। র্যাগকে এ জীবনে দেখিতে পাইবার : আশামাজ ছিল না,আঙ্গ অকস্মাৎ কতদিন পরে তিনিআসিয়াছেন, , কত অঞ্চ কত দীর্ঘনিশ্বাসের ছড়াছড়ি হইবার কথা ছিল। কিছু হইল না। সরযু এমন ভাবটি প্রকাশ করিল, যেন স্বামী তাঁহার নিত্য আসিয়া থাকেন, আজিও আসিয়াছেন, হয়ত একটু বিলম্ব ইয়াছে, একটু বেলা হইয়াছে। - .. ं श् िखनांश्च बाबराणि अत्र झरुग्गङ्ग ॰लभींश् । গুর গতি ঘনিষ্ট আলাপ, যেন ঘরে জার কেহ নাই, বাড়ীবাড়ি
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।