চন্দ্রনাথ Sఆ বোধ হইতেছে। ঘরে ক্ষুদ্র-বুদ্ধি বিশ্বেশ্বর ভিন্ন জায় কেহ ছিল না, থাকিলেও বুঝিতে পারিত যে চন্দ্রনাথ নিজে ধরা পড়িয়া গিয়াছে এবং সেইটুকু ঢাকিবার জন্তই প্রাণপণে মুখ ফিরাইয়া পুত্রকে লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে। সরযু বলিল, খোক, খেলা কর গে। বিস্ত শয্যা হইতে নামিয়া পড়িতেছিল, চন্দ্রনাথ সযত্বে তাঁহাকে নামাইয়া দিল। ইতিপূৰ্ব্বে সে জননীকে প্রণাম করিতে দেখিয়াছিল, তাই নামিয়াই পিতার চরণ-প্রান্তে টিপ করিয়া প্রণাম করিয়া ছুটিয়া পলাইল। চন্দ্রনাথ হাত বাড়াইয়া ধরিতে গেলেন, কিন্তু সে ততক্ষণ স্পর্শের বাহিরে আসিয়া পড়িয়াছিল। সরধু তাংরি বুকের কাছে হাত দিয়া কছিল, শরীরে যে তোমার কিছু নেই, অমুখ হয়েছিল ? না, অস্থখ হয় নি। তবে বড় বেশি ভাবতে বুঝি ? চন্দ্রনাথ তাহার মুখপানে চাহিয়া বলিল,তোমার কি মনে হয় ? সরযু সে কথার উত্তর দিল না ; অন্ত কথা পাড়িল-বেলা झग्नरक, घांन कन्नुप्द फ्रेण । - চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, বাড়ির কর্তা কোথায় ? তিনি আজ মন্দিরে পূজা করতে গেছেন, বোধ করি সন্ধ্যার পরে আসবেন। s q ভূমি তাকে কি বলে ডাৰু ? বরাবর জ্যাঠামশায় বলে ডাকি, এখনও তাই বলি।
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।