পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ । १०२ লজ্জা করিতেছিল, সময়ও পায় নাই। এখন তাহ বলিল, তোমার কাছে আর লজ্জা কি ? - চজনাথ সরযুর মুখের দিকে চাহিয়া চুপ করিয়া রছিল। সরযু বলিল, ভেবেছিলাম, তোমাকে একখানা চিঠি লিখব। লেখনি কেন, আমি ত বায়ণ করি নি। সরযু একটুখানি ভাবিয়া বলিল, ভয় হতে, পাছে ভূমি রাগ কর, আবার কৰে তুমি আসবে? - যখন আসতে বলবে, তখনি আসব। সর একবার মনে করিল, সেই সময় বলিবে, কিন্তু পরক্ষণেই ভাবিয়ঃ দেখিল, মামুষের শরীরে বিশ্বাস নাই। এখন না বলিলে झल छ बणां श्रु नः ॥ छठानांथ झग्न छ श्रांतांच्च पञांजिप्य, किछु ¢ण শুর ও ততদিনে পুড়িয়া ছাই হইয়া কোথায় উড়ির বাইবে। তাই বিবেচনা করিয়া বলিল, তোমার কাছে আমার কোন লজ্জা নেই। সে কথাত হয়ে গেল, আর কিছু বলবে? সরযু কিছুক্ষণ খামিয়া বলিল, আমার বাঁচতে ইচ্ছে নেই—এমন: করে বেঁচে থাকা আর ভাল দেখাচ্ছে না। । চত্রনাথ ভালি, ইহা পরিহাসের মত শুনাইজেছ না। ভাল করিয়া চাহিয়া দেখিল, সয়ফুর মুখ জাবার বিৱৰ্ণ হইয়াছে। সড়য়ে কলি, সরযু! কোন শক্ত রোগ জমায় নি ত? *. সর মান-হাসি হালিয়া কহিল, তা বলতে পারি নে। বুকের কাছে মাৰে মাঝে একটা ব্যথা টের পাই। " . . . চন্দ্রনাথ বলি, আর ঐ মূৰ্ছাটা । ,