Ֆ օԳ অষ্টাদশ পরিচ্ছেদ দাদা ভাই আমার, কোথায় বাচ্চ কের নিমন্ত্রণ বিশু বলিল,াত্তি। তাহার পর মীটা দেখাতৈনি করতেন। কৈলাসচন্দ্র কছিলেন, হ্যা দাদা। মন্ত্রী হামি করেছি, বিস্তর এই গজদন্ত নিৰ্ম্মিত রক্ত-রঞ্জিত পদার্থইতিপূৰ্ব্বে তাহাকে অনেকবার সতর্ক কrি - নাড়িয়া কছিল, হারাবে না-মনৃতী !-জ আমি, সমাজ ভূমি। এ ট্ৰেণ আসিলে সরযু পুনরায় ৫ আছে, সেই সমাজপতি। গাড়ীতে উঠিল। বুদ্ধের আন্তরিক ত পারি, আর তুমি ইচ্ছা কঁপিয়া ভিতরেই রহিয়া গেল। । সমাজের জন্তে ভেব না। ট্রেণ ছাড়িবার আর বিলৰ নায় তা বলি নি, বোধ হয় কখন চন্দ্রনাথের কোড়ে তুলিয়া দিয়া বলি কাছে এ কথা প্রকাশ করলে मांझ ! খাল ভট্টচাষের কথা মনে হয় ? भो ! এ পড়েছিলাম। f লে মীট দেখিয়া হাসিয়া বছি লজ্জার কথা থাকে, শুধু সেই, दिiम् {न- আর কোন কথা প্রকাশ করবে না, - | 1 || , কিছুদিন হ’ল সে খালাস হয়ে এইবার যুদ্ধের শুষ্ক-চক্ষে জল এ দেশে পা বাড়াবে না । দিনে তিনি সরযুর জানালার সমস্ত কথা বিবৃত করিলেন। সে তংে খাই, আর একবার জোর ब्रेष्विह। চক্ষু বাষ্পাকুল হইয়া গাড়ীর গবে এবং লোকের s শুনিতে পাইল না! যতক্ষণ গা খাওয়ানো দাওরানো শেষ হইল। তিনি এক পদও নড়িলেন না, খেল না। তাহারা মণিশঙ্করের ব্যবহার
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।