යුම් প্রথম পরিচ্ছেদ o যে বিদেশে গেল, একটা কিছু লিখে নিলে না কেন ? মাষের কখন্ কি হয় কিছুই বলা যায় না। যদি বিদেশে ভালমন্দ হঠাৎ কিছু হয়ে যায়, তখন তুমি দাড়াবে কোথায় ? ব্রজকিশোর কানে আঙ্গুল দিয়া জিন্ত কাটিয়া কছিলেন, ছি ছি, এমন কথা মুখে এনে না । . - হরকালী রাগ করিল। কছিল, তুমি বোকা, তাই মুখে আনতে হয়েছে, যদি সেয়ানা হতে তা হলে মুখে আনতে হত না। কিন্তু কথাটা যে ঠিক তাহ ব্রজকিশোর স্ত্রীর কৃপায় দুই-চারি দিনেই বুঝিতে পারিলেন। তখন পরিতাপ করিতে লাগিলেন । । এক বৎসর চন্দ্রনাথ নানা স্থানে এক ভ্রমণ করিয়া বেড়াইল । তাহার পর গয়ায় আসিয়া স্বৰ্গীয় পিতৃদেবের সাম্বৎসরিক পিণ্ড । দান করিল, কিন্তু তাহার বাট ফিরিয়া যাইবার ইচ্ছা হইল ম'; মনে করিল, কিছু দিন কাশীতে অতিবাহিত করিয়া যাহা হয় করিবে। কাশীতে মুখোপাধ্যায় বংশের পাণ্ড হরিয়াল ঘোষাল। চন্দ্রনাথ এক দিন দ্বিপ্রহরে একটি ক্যাম্বিসের ব্যাগ হাতে লইয়া তাহার বাটীতে আসিয়া উপস্থিত হইল। কাশী চন্দ্রনাথের । অপরিচিত নহে, ইতিপূৰ্ব্বে কয়েকবার সে পিতার সস্থিত এখানে আসিয়াছিল। হরিয়ালও ভাগকে বিলক্ষণ চিনিতেন। অকস্মাৎ তাহার এরূপ আগমনে তিনি কিছু বিস্থিত হইলেন। উপরের একটা ঘর চন্দ্রনাথের জন্ত নির্দিষ্ট হইল, এবং ইহাও স্থির হইল বে: চন্দ্রনাথের যতদিন ইচ্ছ। তিনি এখানেই থাকিবেন। : এ কক্ষের একটা জানাল দিয়া ভিতরে রন্ধনশালায় কিয়দংশ
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।