চন্দ্রনাথ । ১১২ , কৈলাসচন্দ্র দীর্ঘনিশ্বাস ফেলিলেন—তাই ত মিশিরজী, সেটা নিয়ে গেছে। লাল উদীরটাসে বড় ভালবাসত। ছেলেমাস্থ্য কিছুতেই ছাড়লে না"। - তিনি যে স্বেচ্ছায় তাহার প্রাণ অপেক্ষ প্রিয় দাবাজোড়াটি অঙ্গহীন করিয়াছিলেন, সে কথা সে বলিতে লজ্জা করিল। " মিশিরজী কহিল, তবে অন্ত জোড়া পাতি ? খেলায় কৈলাসচন্দ্রের হার হইল। শম্ভু মিশির তাহার সহিত চিরকাল খেলিতেছে, কখনও হারাইতে পারে নাই। হারিবার কারণ সে সহজেই বুঝিল। বলিল, বাবুজী, খোকাবাবু তোমার বিলকুল ইলিম সাথে লে গিয়া বাবুজী ! . बांदू भूष শুষ্ক-হাসির রেখা দেখা দিল। বলিলেন, এল আর এক বাজী দেখা যাক। বহুৎ আচ্ছা । g খেলার মাঝামাঝি অবস্থায় কৈলাসচন্ত্র কিস্তি দিয়া বলিলেন, বিণ্ড । শম্ভু মিশির হাসিয়া ফেলিল। বলিল, বাবুজী কিস্তি, বিস্ত নয়। দুইজনেই হাসিয়া উঠিলেন। - শম্ভু মিশির কিস্তি দিয়া বলিল, বাবুজী, এইবার তোমার থে পেয়ানা গিয়া। • কৈলাসচন্দ্র ব্যস্ত হইয়া বলিলেন, দাদা, অর, জায়, শিগগির -s জায়। পরে কিছুক্ষণ যেন তাহার অপেক্ষা করিয়া বসিয়া রহি
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।