চন্দ্রনাথ $$ఆ জাভোপান্ত পড়িয়া গুনাইলেন। হিন্দুস্থানী শম্ভু মিশির কতক বুঝিল, কতক বুঝিল না। রাত্রে শম্ভু মিশির কবিরাজ ডাকিয়া আনিল। কবিরাজ বাঙ্গালী, কৈলাসচঞ্জের সহিত জানা-শুনা ছিল। তাহার প্রশ্নের দুই-একটা উত্তর দিয়া কছিলেন, কবিরাজমশায়, দাদাভাই চিঠি লিখেচে, এই পড়ি গুমুন। & দাদাভায়ের সহিত কবিরাজ মহাশয়ের পরিচয় ছিল না। তিনি বলিলেন, কার পত্র । , দাদ্ধ বিস্ত—লধীয়ার মা, আলোটা একবার ধর ত বাছা । .. * প্রদীপের সাহায্যে তিনি সবটুকু পড়িয়া শুনাইলেন। কবিরাজ মহাশয় শুনিলেন কি না, কৈলাসূচক্রের তাতে ক্ৰক্ষেপও नहेि । সরযুর হাতের লেখ, বিগুর চিঠি, বৃদ্ধের ইহাই সাধন, ইহাই মুখ। কবিরাজ মহাশয় ঔষধ দিয়া প্রস্থান করিলে, কৈলাসচন্ত্র শম্ভু মিশিরক ডাকিয়া বিশ্বেশ্বরের রূপ, গুণ, বুদ্ধি এ সকলের আলোচনা করিতে লাগিলেন। দুই সপ্তাহ অতীত হইল, কিন্তু জর কমিল না, বৃদ্ধ তখন এক জন্ম :গর ছেলেকে ডাকিয়া বিগুকে পত্র লিখাইলেন, মোট কথা এই যে, তিনি ভাল আছেন, তবে সম্প্রতি শরীরটা কিছু হইয়াছে কিন্তু ভাবনার কোন কারণ নাই। , , কৈলাস খুড়ার প্রাণের আশা আঁর নাই শুনিী হরিয়াল দেখিড়ে জাসিলেন। দুই-একটা কথাবার্তার পর কৈলাসচন্দ্র
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।