পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ - Ե তাই ক’রে । সেই দিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরকে দুই-একটা কথা জিজ্ঞাসা করিয়া বাটতে সরকার মহাশয়কে এইরূপ পত্র লিখিল— আমি কাশীতে আছি। এখানে এই মাসের মধ্যেই বিবাহ করিব স্থির করিয়াছি। মাতুল মহাশয়কে এ কথা বলিবেন এবং আপনি কিছু অর্থ অলঙ্কার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া শিষ্ট্ৰ আসিবেন। সেই মাসেই চন্দ্রনাথ সরযুকে বিবাহ করিল। مصيه তাহার পর বাটী যাইবার সময় আলি সরযু কঁদিয়া বলিল, ম’র কি হবে ? - - অামাদের সঙ্গে ধীবেন । কথাটা বামুনঠাকুরুণের কানে গেল। তিনি কল্প সরযুকে নিভৃতে ডাকিয়া বলিলেন, সরযু, সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করি কিন্তু আমার নাম কখনো মুখে আনিস না । বত দিন বঁচিব কাশী ছেড়ে কোথাও যাব না। তবে যদি কথনে তোদের এ অঞ্চলে আসা হয়, তা হ’লে আবার দেখা হতে পারে । সরযু কঁাদিতে লাগিল । জননী তাহার মুখে অঞ্চল দিয়া কান্না নিবারণ করিলেন, এবং গম্ভীর হইয়া কহিলেন, বাছ, সব জেনে শুনে কি কাদতে আছে ? কন্ত জননীর কোলের ভিতর মুখ লুকাইয়া ডাকিল, মা— তাহোক। মায়ের জন্তু যদিমাকে ভুলতে হয়,সেইত মাতৃভক্তিম! চন্দ্রনাথ অনুরোধ করিলেও তিনি ইহাই বলিলেন। কাণী ছাড়িয়া তিনি আর কোথাও যাইতে পারিবেন না ।