SS **ト・イ উচ্ছম্বল হইতে পায় ন—তেমনি অবিশ্রাম বৰ্হিতে লাগিল কিন্তু চন্দ্রনাথ তাহার সন্ধান পাইল না । অতি বড় দুর্ভাগীরা, যেমন জীবনের মাঝে ভগবানকে খুজিয়া পায় না, সরযুর ভিতরেও সে তেমনি ভালবাসা দেখিতে পাইল না। কিন্তু আজ অকস্মাৎ উজ্জল দীপালোকে যখন সে দেখিতে পাইল, পদ্মের মত ডাগর সূরযুর চক্ষু দুটিতে অঙ্ক ছাপাইয়া উঠিয়াছে, তখন কাতর হইয়া সহসা তাহাকে সে কাছে টানিয়া লইলু । বুকের উপর মুখ লুটাইয়া পড়িল। চন্দ্রনাথ কহিল, থাকৃ, ওসব কথায় আর কাজ নেই। বলিয়া দুই হাতে স্ত্রীর মুখ তুলিয়া ধরিল, মুদিত চক্ষের ; উপর সরযু একটা তপ্ত নিশ্বাস অনুভব করিল। . . . . . চন্দ্রনাথ কহিল, একবার চেয়ে দেখ দেখি— - সরযুর চোখের পাতা দুইটি আকুলভাবে পরস্পরকে জড়াইয়া ধরিল, সে কিছুতে চাহিতে পারিল না। - কিছুক্ষণ পরে দীর্ঘনিশ্বাস ফেলিয়া চন্দ্রনাথ কহিল, তোমার বড় ভয়, তাই চাইতে পালে না সরযু, কিন্তু পাস্থলে ভাল হও, ঘা ৷ হয়, একটা কাজ করে, আমার ঘুমন্ত মুখ ভাল করে চেয়ে দেখো—এ মুখে ভয় কক্সবার মতো কিছু নেই। বুকে গুয়ে আছ ভিতরের কথাটা কি শুনতে পাও না। তাই বড় ছঃখ হয় সরষ্ণু, আমাকে তুমি বুঝতেই পারলে না। - o তবু সরযু কথা কহিতে পারিল না, শুধু মনে মনে স্বামীর চরণে প্ৰণাম কৃরিয়া কহিল, আমি পদাশ্রিত দাসী, দাসীকে চিরদিন দাসীর মতই থাকতে দিয়ে । ്. . . . ; که«
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।