পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ అ সরযু বিপন্ন হইয়াছিল, কিন্তু অপ্রতিভ হয় নাই, ঈষৎ হাসিয়া মৃদুস্বরে কহিল, সইয়ের সন্ধানে না কি ? - ঠানূদিদি একটুখানি স্থির থাকিয়া বলিল, বা ! এই যে বেশ কথা কও। তবে যে লোকে বলে, ওদের বেী বোঝ 1, সরযু হাসিতে লাগিল। ঠানূদিদি বলিলেন, তা শোন । এ গায়ে তোমার একটিও সার্থী নাই। বড়লোকের বাড়ি বলেও বটে, আর তোমার মামির বচনের গুণেও বটে, কেউ তোমার কাছে আসে না জানি। আমি তাই আসব। আমার কিন্তু একটা সম্পর্ক না হ’লে চলে না, তাই আজ সই পাতালুম। আর বুড়ো হয়েছি, বটে, কিন্তু হরিনামের মালা নিয়েও সারাদিনটা কাটাতে পারি না। আমি রোজ আসব। সরযু কহিল, রোজ আসবেন। . afরবালা গৰ্জ্জিয় উঠিল, আসবেন কি ল ? বল মই, তুমি রোজ এল । ‘তুই’ বলতে পারবি নে, না ? সর খাসিয়া ফেলিয়া কহিল, রক্ষা কর ঠানূদিদি, গলায় ছুরি দিলেও তা পারব না। - - ঠানূদিদিও হাসিয়া ফেলিলেন, বলিলেন, তা না হয় নাই পিস কিন্তু তুমি বলতেই হবে। বলু-সই তুমি রোজ এস । সরযু চোখ নিচু করিয়া সলজ্জ হান্তে বলিল, সই ভুমি রোজ এস । - -- হরিবালার যেন একটা দুর্ভাবনা কাটিয়া গেল। লে কহিল, আস্ব। - 签