চন্দ্রনাথ “२२ বলিলেন, তা জানি নে । আমার দাসী একটি, তার অভাবের I কথাই ভাবতে পারি। শত সহস্ত্রের ভাবনা ইচ্ছে হয় তুমি ভেবে। পরদিন হরিবাল আসিল ; কিন্তু মুখের ভাবটা কিছু স্বতন্ত্র। ফস্ করিয়া গলা ধরিয়া সই সই বলিয়া সে ব্যস্ত কঙ্কিল না, কিংবা বিস্তি খেলিবার জন্ম তাস আনিতেও পুনঃ পুনঃ সাধাসাধি পীড়াপীড়ি করিল না। মলিনমুখে মৌন হুইয়া রহিল। - সরযু বলি, সইয়ের কাল দেখা পাই নি। ই দিদি—কাল বড় কাজ ছিল । ও বাড়িতে নিৰ্ম্মলার ধিরে। उ ७ुर्छि । जरु कूि ह'ण कि ? হরিবাল সে কথার উত্তর নদিয়া সরযুর মুখের পানে চহিয়া দিল, সষ্ট, একটা কথা—সত্যি বলবি ? কি কথা ? - - দি সত্যি লিস্, তা হ’লেই জিজ্ঞাসা করি— ন হ’লে জিজ্ঞাসা করে কোন লাভ নেই। : . . " সত্যু চিন্তিত হইল। বলিল, সত্যি বলব না কেন? দেখিস দিদি—আমাকে বিশ্বাস করিস্ত ? করি রৈ কি ! , তবে বঙ্গ দেখি, চন্দ্রনাথ তাকে কউখানি ভালবামে ? সংযু একটু লজ্জিত হইল, বলিল, খুব দয়া করেন । , দয়ার কথা নয়। খুব একেফুর বড় বেশি ভালবাম কি ? সরযু হাসিল। বলিল, বঙ্ক বেশি কি ন-কেমন করে জান্ ! সক্ত্যি জানি না । o: ... . . . .
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।