छटममांथ es গোলৰােগ উঠল। কে যেন झुश्रु:% गकोछाम्न अग्न च्कि চাহিতেছে, এবং অপরে কর্কশকণ্ঠে তীব্র ভাষায় তিরস্কার করিতেছে এবং ভয় দেখাইতেছে। একজন স্ত্রীলোক, অপর পুরুষ। দয়াল ঠাকুর কছিলেন, খুড়ে, বাড়িতে কিসের গোলমাল হয় ? - কৈলাস খুড়া বলিলেন, কিস্তি। সামলাও দেখি বাবাজী। ... আবার অনেকক্ষণ নিঃশৰে কাটিল। ভিতরের গোলমাল ক্রমশঃ বৃদ্ধি পাইতেছে দেখিয়া দয়াল ঠাকুর উঠিয়া দাড়াইলেন। খুঁড়ো, একটু বলে আমি দেখে আসি । খুড়া তাহার কোচার টিপ এক হাতে ধরিয়া কছিলেন, এবার যে যাব চাপা গেল। • 韃 取 দয়াল ঠাকুর পুনৰ্ব্বার বসিয়া পড়িলেন। কিন্তু গোলমাল - কিছুতেই থামে না। তখন দয়াল ঠাকুর অগত্যা উঠিয়া পড়িলেন। প্রাঙ্গণে আসিয়া দেখিলেন, স্থলোচনা দুই হাতে সেই লোকটার পা জড়াইয়া আছে এবং সে উত্তরোত্তর চাপা-কণ্ঠে কহিতেছে, আমার কথা রাখ, না হলে বা বলছি, তাই করব। স্থলোচনা করি বগিতেছে, আমার মার্জন কর। ভূমি একবার সৰ্ব্বনাশ করেছ, যা-একটু বাকি আছে, সেটুকু জার .. नॉ* क”rद्र नां । সে কহিতেছে, তোমার মেয়ে বড়লোকের ঘরে পড়েছে, . হাজার টাকা দিতে পারে না। আমি টাকা পেলেই চলে যাব। স্থলোচনা কছিল, তুমি মাতাল অসচ্চরিত্র। দ্বাজার টাকা
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।