পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ> ষষ্ঠ পরিচ্ছেদ দয়াল লোকটায় মুখের পানে ক্ষণকাল চাহিয়া রছিলেন। মনে হইল, যেন ইহারই নাম রাখাল । বলিলেন, তুমি কি ব্রাহ্মণ ? লোকটা মলিন উড়ানির ভিতর হইতে অধিকতর মলিন ছিন্নदिल्लि যজ্ঞোপবীত বাহির করিয়া झांग्िসয়া বলিল, না, গোয়ালা ! দয়াল একটুখানি সরিয়া বসিয়া বলিলেন, তোমাকে দেখে ত চামার বলে মনে হয়েছিল। যা হোক নমস্কার। । সে ব্যক্তি রাগ করিল না। বলিল, নমস্কার। আপনার অনুমান মিথ্যা নয়, আমাকে চামার বলাও চলে, মুসলমান খ্ৰীষ্টান বলাও চলে। আমি জাত মানি নে—আমি পরমহংস। ভূমি অতি পাও। সে বলিল,লে কথা আমাকে স্মরণ করিয়ে দেবারপ্রয়োজন দেখু:ি ন, কেন না, ইতিপূৰ্ব্বে অনেকেই অনুগ্রহ করে ও কথা বলেছেন। কি ছিলাম,কি হয়েচি তা এখনো বুঝি। কিন্তু আমিই রাখালদাস। দয়ালের মুখখানি অপরিসীম ক্রোধে রক্তবর্ণ হুইয়া উঠিল ; কোনমতে মনের ভাব দমন করিয়া তিনি বলিলেন, এখন কি কল্পতে চাও? স্বলোচনাকে নিয়ে যাবে? - আঙ্গে না। তাতে আপনার খাওয়া-দাওয়ার কষ্ট হবে, স্থান অত নরাধম নই ৷ - BBB DBB DDBS BBB BB BBBB BBBBS "" বুলি , স্তৰে কি লগু ? আবার এসেচ কেন ? ,

ং। দারুণ অর্থাভাব, তাই আপাতত এসেছি। হৰিঃস্থই পেলেই নিঃশৰে চলে বা জানাতে এসেছি।