চন্দ্রনাথ eર আঞ্জে । দয়াল দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিলেন, আশ্চৰ্য্য 1 জাছ ছপ্তাখানেক পরেই এস-এর মধ্যে আর আন্দোলন করে না, বুঝলে ? আঞ্জে, বলিয়া রাখাল দুইএক পা গিয়াই ফিরিয়া দাড়াইয়া বলিল, ভাল কথা। গোটা-দুই টাকা দিন ত। মাইরি, মনিব্যাগটা কোথায় যে হারলাম, বলিয়া সে ধাত বাহির করিয়া হাসিতে লাগিল । •. - দয়াল রাগে তাহার পানে আর চাহিতেও পারিলেন না । নিঃশব্দে ইট টকা বাহির করিয়া তাহার হাতে দিলেন, সে তাহ ট্যাকে গুজিয়া প্রস্থান করিল। সে চলিয়া গেল, কিন্তু সেইখানে দয়াল স্তন্ধ হইয়া বসিয়া রছিলেন। র্তাহার সর্বাঙ্গ বেন সহস্ৰ বৃশ্চিকের দংশনে জলিয়া বাইতে লাগিল। সপ্তম পরিচ্ছেদ কিন্তু স্থলোচনা কোথায় । আজ তিন দিন ধরিয়া হরিয়াল আহা, নিক্স, পূব, পাঠ, যাত্রীর অনুসন্ধান সৰবন্ধ রাখিয়া তন্ন তন্ন করিয়া সমস্ত কাশী খুজিয়াও যখন তাহাকে বাছির করিতে পারিলেন না, তখন ধরে ফিরিয়া আসিয়া শিরে করাঘাত ক্ষন্ধি বললেন, বিশ্বেখর। এ কি দুৰ্দ্দৈৰ। "জনাখাকে স্বয়া করতে গিয়ে শেষে কি পাপ সঞ্চয় করলাম! - ... "...* * *
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।