চন্দ্রনাথ । - Ebr বিরক্ত হইলেও এরূপ বালকের মত কথায় হরিদরাল হাসিয়া বললেন, খুড়ো, আমার বোৰ তুমিই বা কেন ঘাড়ে নেৰে, আর আমিই বা কেন পরের হাঙ্গামা মাথায় বয়ে জাত-ধৰ্ম্ম খোয়াব? তার চেয়ে— * * কৈলাস বললেন, ঠিক ত। তার চেয়ে তাদের নাম-ধাম ঠিকানা বলে দিয়ে একজন দরিদ্র বালিকাকে তার স্বামী, সংসার, সম্মান সমস্ত হতে বঞ্চিত করে এই বুড়ো হাড়-গোড়গুলা ভাগাড়ের শিয়াল-কুকুরের গ্রাস থেকে বাচাতেই হবে । বাচাও গে বাবাজী, কিন্তু আমাকে বলতে এসে ভাল কর নি। তবে যখন মতলৰ নিতেই এসেছ, তখন আর একটা কথা বলে দিই। vকাশীধাম ; ম! অন্নপূর্ণার রাজত্ব। এখানে বাস করে তার সতী মেয়েদের পিছনে লেগে মোটের উপর বড় সুবিধা হবে না বাবা । হরিয়াল ক্রুদ্ধ হইয়া বলিলেন, খুড়ো কি এবার শাপ-সম্পাত্ত कबृ5 ? - না। তোমরা কাশীর পাও, স্বয়ং বাবার বাহন, আমাদেং শাপ-সম্পাত তোমাদের লাগবে না, সে ভয় তোমার নেই—ঞ্জি ষে কাজে হাত দিতে বাচ্চ বাবা, সে বড় নিরাপদ জিনিষ নয়। সতী-সাবিীকে মে ভয় করে। সেই কথাটাই মনে কয়িং দিচ্ছি। অনেক দিন একসঙ্গে দাবা খেলেটি-তোমাকে ভালং ৰাসি। হরিয়াল জবাব দিলেন না, সুখ কালি করিয়া ীিয় দাড়াইলেন।
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।