চন্দ্রনাথ । 8wყ • किङ्कहे वण नि, फि*ि कहे ? তোমার কাকার কাছে। তাতে কি লেখা আছে ? তাও ত বলেছি। - চন্দ্রনাথ ফিরিয়া আসিয়া একটা চৌকির উপর বসিয়া পড়িল । গভীর লজ্জায় ও ঘৃণায় তাহার পদতল হুইতে কেশাগ্র পর্য্যন্ত বারছুই শিহরিয়া উঠিয়া সমস্ত দেহটা যেন অসাড় হইয়া আলিতে লাগিল । তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, ছিঃ ! হরকালী তাছার মুখের দিকে চাহিয়া মনে মনে ভয় পাইলেন, এমন ভীষণ কঠোর ভাব কোন মৃত মানুষের মুখেও কেহ কোন দিন দেখে নাই। তিনি নি:শৰে উঠিয়া গেলেন। নবম পরিচ্ছেদ চন্দ্রনাথ কছিল, কই চিঠি দেখি ? মণিশঙ্কর নিঃশবে বাক্স খুলিয়া একখানি পত্র উচ্চার হাঙ্কে দিলেন। চন্দ্রনাথ সমস্ত পত্রট বার-দুই পড়িয়া গুল্কমুখে প্রশ্ন করিল, প্রমাণ , - রাখালদাস নিজেই আসচে। তার কথায় বিশ্বাস কি ? ভা বলতে পারি নে। যা ভাল বিবেচনা হয়, তখন করে। সেৰি জন্ত আচে । এ কথা প্রমাণ করে তার লাভ? :
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।