ઉ૧ নবম পরিচ্ছেদ লাভের কখা ত চিঠিতেই লেখা আছে। দুহাজার টাকা চায়। চজলাখ তাহার মুখের দিকে স্থির দৃষ্টি রাখিয়া সহজভাবে কহিল, একথা প্রকাশ না হলে সে ভয় দেখিয়ে টাকা অাদায় করতে পারত, কিন্তু সে আশায় তার ছাই পড়েচে। আপনি এক হিসাবে আমার উপকার করেছেন, এতগুলো টাকা বাচিয়ে দিয়েছেন। মণিশঙ্কর লজ্জায় মরিয়া গেলেন। ইচ্ছা হইল বলেন যে, তিনি একথা প্রকাশ করেন নাই, কিন্তু তখনি স্মরণ হল, তাহার স্বারাই ইহা প্রকাশিত হইয়াছে স্ত্রীকে না বলিলে কে জানিতে পারিত। সুতরাং অধোমুখে বসিয়া রছিলেন। চন্দ্রনাথ পুনরায় কহিল, এ গ্রাম আমাদের। অথচ একজন ইন লম্পট ভিক্ষুক আমাকে অপমান করবার জন্তু আমার গ্রাম আমার বাড়িতে আসচে যে কি সাহসে সে কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই নে, কিন্তু এই কথাটা আজ আপনাকে জিজ্ঞাসা করি কাক, আমার মৃত্যু হলে কি আপনি সুখী হন। মণিশঙ্কর জিভ কাটিয়া কছিলেন, ছি ছি, অমন কথা মুখেও এ" না চন্দ্রনাথ । - - চন্দ্রনাখ কহিল, আর কোনদিন অনুবার আবগুক হবে না। মাশনি আমার পূজনীয়, আর যদি কোন অপরাধ করি মার্জন করবেন। আমার সমস্ত বিষয়-সম্পত্তি আপনি নিন, নিয়ে আমার পূরে প্রসন্ন খান। শুধু যেখানেই থাকি কিছু কিছু মালহারা ன் —ইং এ শপথ করে বলছি এর বেশি আর কিছু চাইব না। কিন্তু ই ঈ tশ আমার করবেন না। তাহার কণ্ঠ রোধ হইয়া
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।