Bæ - নবম পরিচ্ছেদ । মণিশঙ্কর কছিলেন, পাৰে চন্দ্রনাথ। আজ বিশ্রাম কর C% . · : কাল স্বস্থিরচিত্তে, ভেবে দেখো এ কাজ শক্ত নয়। বৌমাকে কিছুতেই গৃহে স্থান দেওয়া যেতে পায়ে না। কিন্তু প্রমাণ না নিয়ে কিরূপে ত্যাগ করতে অল্পমতি করেন। বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, অধিক প্রমাণ যাতে না । হয় সে উপায় কম্বুব। কিন্তু তোমাকেও আপাততঃ ত্যাগ করতে হবে । ত্যাগ করে প্রায়শ্চিত্ত করলেই গোল মিটৰে । - কে মেটাবে ? আমি মেটাব। কিন্তু কিছুমাত্র অনুসন্ধান না করেই— ইচ্ছা হয় অনুসন্ধান পরে করে। কিন্তু একথা যে মিথ্যা নয়, তা আমি তোমাকে নিশ্চয় বললাম। - চন্দ্রনাথ বাট ফিরিয়া আসিয়া নিজের ঘরে দ্বার রুদ্ধ করিয়া ੋੜ উপর গুইরা পড়িল ; মণিশঙ্কর বলিয়াছেন, সন্ধযুকে ত্যাগ ফুরিতে হইবে। শ্যার উপর গড়িয়া পুস্ত-দৃষ্টিকে উপরের দিকে : চাহিয়া মানুষ ঘুমাইরা যেমন করিয়া কথা কৰে,ঠিক তেমনি করিয়া ঐ একটা কথা পুনঃপুনঃ আবৃত্তি করিতে লাগিল। সরযুকে । করিতে হইবে, যে বেঙ্গার কল্প। কথাটা সে অনেক বার . কে রকম করিয়া নিজের মুখে উচ্চারণ করিল, নিজে কান Rಗ শুনি, কিন্তু মনে বুঝতে পালি না। সে সৱৰে ভাগ ধৰিছে—আৰু বাটার মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, চােখে ভুয়ং ৰাষ্ট গেঞ্চে জাল নাই,লে আর তার নাই। বট
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।