& দশম পরিচ্ছেদ সব জায় ছাড়িয়া দিয়া ভূমিষ্ট হইয়া আর একবার প্রণাম করিয়া পায়ের ধূলা মাথায় তুলিয়া লইয়া উঠিয় দাড়াইয়া ৰলিল, তবে যাও, বলিয়াই তাহার কি যেন সন্দেহ হইল, হাত ধৰিয় ফেলিয়া বলিল, ৱ’লে, আর একটু দাড়াও । সে প্রদীপ কাছে আনিয়া স্বামীর মুখের দিকে বেশ করিয়া চাহিয়া দেখিয়া চমকির উঠিল। চন্দ্রনাথের দুই চোখে একটা অমানুষিক তীব্ৰ হাতি— ক্ষিপ্তের দৃষ্টির মত তাঁহা ঋক্ থক্ করিয়া উঠিল। চন্দ্রনাথ বলিল, চোখে কি দেখ ছ সরযু! সরযু এক মুহূৰ্ত্ত চুপ করিয়া থাকিয়া বলিল, কিছু না। আচ্ছা বাও । - - চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল, বিড় বিড় করিয়া বলিতে বলিতে গেল, সেই ভাল—সেই ভাল—আজই। সেই রাত্রে সরযু নিজের ঘরে ফিরিয়া আসিয়া কাদিয়া ফেলিয়া মনে মনে কছিল, আমি খেতে কিছুতেই পায়ুব না। এক হলে মতে পারতাম কিন্তু আমি ত আর এক নই-আমি যে বা। যা করে সন্তান বধ করব কেমন করে। তাই সে মরিতে পারিল ## কিন্তু তাহার মুখের দিন যে নিঃশেষ হইয়াছে, তাহাতেও *ায় লেশমাত্র সংশয় ছিল না। ীিৱ ছাত্রে চন্দ্রনাথ সহসা তাহার স্ত্রীর ঘরের মধ্যে আদিয়া
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।