st দ্বাদশ পরিচ্ছেদ লিখির গইলেন, কতক বা মণিশঙ্করের উকিল-মোক্তায় গোলমাল করিয়া দিল। মোটের উপর কথা কেহই বিশ্বাস করিল না, ডেপুটি তাহার দুই বৎসর সশ্রম কারাবাসের হুকুম করিলেন। छोन्हब्e Pब्रिटञ्छन्हरू হরিদয়ালের বাটতে পুরাতন দাসীটি পৰ্য্যস্ত নাই। বামুন- । ঠাকৃরণত সম্পূর্ণ নিরুদেশ। সরযু বখন প্রবেশ করিল তখন বাটতে কেহ নাই, শূন্ত বাটা হা হা করিতেছে। বৃদ্ধ সরকার কাদিয়া সরযু প্ৰণাম করিয়া নতমুখে দাড়াইয়া রহিল। সরকার কাদিতে কঁাদিতে প্রস্থান করিল, দয়াল ঠাকুরের আগমন পৰ্য্যন্ত । অপেক্ষা করিতে পারিল না, ইচ্ছাও ছিল না। সন্ধার সময় দয়াল বাটা আসিলেন। সরযুকে দালানে বলিয়া । থাকিতে দেখিয়া বলিলেন, কে ? . - - সরযুশ্ৰণাম করিয়া উঠিয়াপাড়াইল। মুখ তুলিয়াবলিল, আমি । সরযু! দয়াল বিস্থিত হইয়া মনোযোগ সহকারে দেখিলেন সরপুর গারে একখানি অলঙ্কার নাই, পরিধেয় বস্ত্র সামান্ত, দাস দাসী কেই সঙ্গে আসে নাই, অদূরে একটা বামমাত্র পড়িয়া আছে। আগষ্ট মন্ত বুৰিয়াগই ছিল বুলি লি "
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।