চন্দ্রনাথ )واbyع কাশীর গঙ্গাত এখন শুকায় নাই—সে সমাজের ভয়ও করে ন}, তাহার জাতিও যায় না ; এ দুঃখের দিনে একটি দুঃখী মেয়েকে স্বচ্ছনে কোলে তুলিয়া লইবে। আমার আর কোথাও আশ্রয় না থাকে, সেখানে থাকিবেই। সরযু চলিতে চাহিল; কিন্তু চলিতে পারিল ন, আবার বসিয়া পড়িল | দয়াল ঠাকুর ভাবিল, এমন বিপদে সে জন্মে পড়ে নাই। তাহার গলাটা শুকাইয়া আসিতেছিল ; পাছে অবশেষে জমিয়া পড়ে, এই ভয়ে চীৎকার করিয়া কহিল, অপমান না হ’লে বুঝি যাবে না ? ५ऎ वणां वि श्७ এমন সময় সহসা বাহির হইতে ডাক আসিল, বাবাদী। হরিয়াল ব্যস্ত হইয়া উঠিল। ঐ বুঝি খুড়ে আসচে। বলিতে বলিতেই কৈলাসচন্দ্র এক হাতে দাবার পুটুলি অপর হাতে হক ইয়া ভিতরে প্রবেশ করিলেন। তিনি যে এইমাত্র আসিয়াছিলেন, তাই নহে; গোলমাল গুনিয়া বাহিরে দঁাড়াইয়া হরিদ্বয়ালের छिद्रकांब ७ श्रानिशानांब उनिडशिनन। छहे यषन डिव्रब প্রবেশ করিলেন, তখন হাতে দাবার পুটুলি ७ ऐँको हिण, किस्त्र মুখে হাসি ছিল না। সোজা সরযুর কাছে আসিয়া দাড়াইয় কছিলেন, সরযু বে। কখন এলে মা ? সরযু কৈলাস খুড়োকে চিনিত, প্ৰণাম করিল। । তিনি আশীৰ্ব্বাদ করিলেন, এল সা. এল. তোমার ছেৱে বাড়িতে না গিয়ে এখানে কেন মা ? তাহার পর ছক মামাইয় নাসিল দৰাটাে বােন কলিন লিন
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।