চন্দ্রনাথ bre দেখা-শুনা করিবার সুবিধা ঘটিয়া উঠে না । গঙ্গা পাড়ের দ্বিগ্রাহরিক খেলাটা ত একরূপ বন্ধ হইয়া গিয়াছে, সন্ধ্যার পর * মুকুন ঘোষের বৈঠকখানায় আর তেমন লোক জমে না, মুকুনঘোষ ডাকিয় ডাকিয়া হার মানিয়াছে, কৈলাসচন্ত্রকে রাত্রে আর কিছুতেই পাওয়া যায় না। সে সময়টায় তিনি নূতন শিক্ষটিকে খেলা শিথাইতে থাকেন; বলেন, বিগু, ঘোড়া আড়াই পা চলে। বিস্ত গভীরভাবে বলে, বোয়া ই, ঘোড়া— ঘোড়া চার-ভাটা এই যে, ঘোড় চলে। ই, ঘোড়া চলে, আড়াই পা চলে। বিশ্বশ্বরের মনে নুতন ভাবোদয় হয়, বলে, গায়ী চয়ে— । কৈলাসচত্র হতাশভাবে প্রতিবাদ করিয়া বলেন, ন দাদা, এ ঘোড়া গাড়ি টানে না। সে ঘোড়া আলাদা। - - সরবু এ সময়ে নিকটে থাকিলে, পুত্রের বুদ্ধির তীক্ষত দেখিয়া মুখে কাপড় দিয়া হাসিয়া চলিয়া যায়। বিস্ত আঙ্গুল বাড়াইয়া বলে, ঐতে। অর্থাৎ সেই লালরঙ্গে মীট এখন চাই। বৃদ্ধ কিছুতেই বুঝিয়া উঠিতেন না যে, এতগুলা দ্রব্য থাকিতে ঐ লাল মন্ত্ৰীটার উপরেই তাহার এত নজর কেন ? थॉर्थन किङ अञ्चांश् ह३बांब cषा नाहे। इरुeषrम झहेtअकल्ले “शंख्न' शंत्ठ शि जूगांरेशब्र छाडे। कब्रिाख्न, विज्दछ कि, किङ्गुष्ठरे इनिङ न। उषन भनिश गरडाशंद्र क्रूज शष आदिंड বট দিয়া দিয়া বলতেন, দেখিলা, নোৱা না। :
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।