পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શ્ન૧ পঞ্চদশ পরিচ্ছেদ তাহার পর নির্দিষ্ট ষ্টেশনে ট্রেন থামিলে ব্রজকিশোর নামিয়া পড়িলেন, চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট লইয়াছিলেন । ব্রজকিশোর বৃলিলেন, তবে কতদিনে ফিবে ? কাকাকে প্রণাম জানিয়ে বলবেন, শিঘ্র ফেরবার ইচ্ছা নেই। মণিশঙ্কর সে কথা গুনিয়া কপালে করাঘাত করিয়া কছিলেন, স্বা হয় হবে। আমার দেহটা একটু ভাল হ’লেই নিজে গিয়ে বৌমাকে ফিরিয়ে আনৃব। মিথ্যা সমাজের ভয় ক’রে চিরকাল নরকে পচতে পায়ূব না-আর সমাজই বা কে ? সে ত আমি নিজে। . - * হরকালী এ সংবাদ শুনিয়া দন্তে দন্ত ঘর্ষণ করিয়া বলিল, মরবার আগে মিনসের বায়াত্তরে ধরেচে। সরকারকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, চন্দ্রনাথ কি বললে ? সরকার কহিল, আজ পর্যন্ত কত টাকা কাশীতে পাঠানে হয়েচে ? শুধু এই জিজ্ঞেস করেছিল, আর কিছু না । হরকালী মুখের ভাব অতি ভীষণ করিয়া চলিয়া গেল।