ষোড়শ পরিচ্ছেচহ্ন চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট কিমিয়াছিল, কিন্তু পথিমধ্যে অকস্মাৎ সঙ্কল্প পরিবর্তন করিয়া কাশী আসিয়া উপস্থিত হইল। সঙ্গে যে দুইজন ভৃত্য ছিল, তাহারা গাড়ি ঠিক করিয়া জিনিষপত্র ভুলিল ; কিন্তু চন্দ্রনাথ তাহাতে উঠিল না ; উহাদিগকে ডাক-বাংলায় অপেক্ষা করিয়া থাকিবার হুকুম দিয়া পদব্রজে অন্ত পথে চলিয়া গেল। পথে চলিতে তাহার ক্লেশ বোধ হইতেছিল। মুখ শুষ্ক, বিবর্ণ নিজের প্রতি পদক্ষেপ নিজের বুকের উপরেই বেন পদাঘাতের মত বাজিতে লাগিল, তথাপি চন্দ্রনাথ চলিতে লাগিল, থামিতে পালি না। ক্রমেই হরিয়ালের বাটার দূরত্ব কমির দাসিতেছে। এ সমস্তই যে তাহার বিশেষ পরিচিত পথ । গুলির মোড়ের সেই ছোট চেনা দোকানটি—ঠি তেমনি ধিয়াছে। দোকানের মালিক ঠিক তত বড় ষ্টুড়িটি লইয়াই মোড়ার উপর বসিয়া স্কুলুরি তাজিতেছে। চন্দ্রনাথ একবার গাড়াইল, দোকানদার চাহিয়া দেখিল, কিন্তু সাহেবী-পোষাক-পরা লোকটিকে সছিল কৰিয়া কুলুরি কিনিতে অনুরোধ করিতে । জ, একবার চাছিয়াই সে নিজের কাজে মন দিল। চজনাৰ চলিয়া গেল। এই মোড়ের শেষে আর ত কাহার পাচলে না। সঙ্কীর্ণ কাশীর পথে দেৱ বিন্দুমাত্র বাতাস মাই, , শ্বাস-প্রশ্বাসের ক্লেশ হইতেছে, দুই-এক পা গিয়াই লে স্ক্রীড়ায়ঃ
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।