vs ষোড়শ পরিচ্ছেদ’ আবার চলে, আবার দাড়ায়, পথ আর ফুরায় না, তথাপি মনে - হয়, এ পথ যেন না ফুরায় ! পথের শেষে না জানি কিবা দেখিতে . হয় । তার পর হরিদরালের বাটীর সন্মুখে আসিয়া, সে দাড়াইল। বহুক্ষণ দাড়াইয়া রহিল, ডাকিতে চাহিল, কিন্তু গলা শুকাইয়৷ গিয়াছে। বদ্ধ স্বর ভগ্ন শৰ করিয়া থামিয়া গেল। ঘড়ি খুলিয়া দেখিল, নয়টা বাজিয়া গিয়াছে, তখন সাহস করিয়া ডাকিল, ঠাকুর, দয়াল ঠাকুর। কেহ উত্তর দিল না। পথ দিয়া যাহার চলিয়া যাইতেছিল, অনেকেই চন্দ্রনাথের রীতিমত সাহেবী-পোষাক দেখিয়া ফিরিয়া চাহিল। চন্দ্রনাথ আবার ডাকিল, দয়াল ঠাকুর : এবার ভিতর হইতে স্ত্রী-কণ্ঠে উত্তর আসিল, ঠাকুর বাড়ি নেই। : যে উত্তর দিল, সে একজন বাঙ্গালী দাসী । . . . সে দ্বার পর্যন্ত আসিয়া চন্দ্রনাথের পোষাক-পরিচ্ছন্ন দেখি । লুকাইয়া পড়িল, কিন্তু মাতৃভাষায় কখা কহিতে শুনিয়া একেবাে ভয়ে অভিভূত হইয়া পলাইয়া গেল না। অন্তরাল হইতে বলিল, ঠাকুর বাড়ি নেই। " . تهیه কখন আসবেন ? ' দুপুর-বেলা । চজনাখ ভিত্তরে প্রবেশ করিল। জান, শঙ্কা ও লক্ষ্মী ত্তিনের সংমিশ্রণে বুকের ভিতর কাপিয়া উঠিল—ভিতরে পর্যু আছে। কিন্তু ভিতরে প্রবেশ করিয়া আর -
পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।