এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চন্দ্রনাথ Se তারা কোথা ? কারা ? একজন স্ত্রীলোক— এই আমি ছাড়া আর ত এখানে কেউ নাই । একটি ছোট ছেলেপ না, কেউ না । চন্দ্রনাথ পইঠার উপরে বসিয়া পড়িল, কহিল, এর তবে গেল কোথায় ? - দাসী বিব্রত হইয় পড়িল । বলিল, না গে, এখানে কেউ থাকে না। আমি আর ঠাকুরমশাই থাকি। এক মাসের মধ্যে কোন ঘঞ্জমানও মাসে নি । চন্দ্রনাথ স্তব্ধ হইয়া মাটীর দিকে চাহিয়া বলিয়া রহিল। মনে যে সব কথা উঠতেছিল, তাহ অন্তর্যামীই জানেন। বহুক্ষণ পরে পুনৰায় জিজ্ঞাসা করিল, তুমি কত দিন এখানে আছ ? প্রায় দেড় বছর। তবুও কাউকে দেখ নি । একজন গৌরবর্ণ স্ত্রীলোক, আর একটি ছেলে না হয় মেয়ে, না হয় শুধু ঐ স্ত্রীলোকটি, কেউ না, কাউকে দেখ নি ? না, তুমি কাউকে দেখি নি ? কাঙ্গে মুখে কোন কথা শোন নি ? 국에 - - ... " চন্দ্রনাথ জার.কোন কথা জিজ্ঞাসা করিল না । সেইখানে