$ 2 চাৰুনীতি পাঠ । অভয় হইলে, কিন্তু আমরা এমনি দুৰ্ব্বিনীত ও অহঙ্কারী যে আমরা সরল প্রাণে বিশ্বাসপূর্ণ হৃদয়ে আমাদের পরম পিতার উপর নির্ভর করিতে পারি না । অভয়দাতা জগৎপিতার উপর নির্ভর করিলে যে সকল প্রকার বিপদ ও প্রলোভনের মধ্যে আমরা অবিচলিত ও স্থির থাকিতে পারি, এ জ্ঞান আমাদের হয় নাই, আবার এ জ্ঞান থাকিলে ও কার্য্যতঃ তাহার কিছুই প্রমাণ পাওয়া যায় না। ধন্য বালিকা ! তুমি তোমার বিপদের সময় পিতার উপর নির্ভর করিলে, কিন্তু আমাদের কি বিপদ আপদ নাই ? আমাদের অনেক বিপদ আছে, এমন বিপদ সময়ে সময়ে আমাদের ঘটিয়া থাকে যে স্থলে মনুষ্যের সহায়তা বিফল হয়, অথচ এমনই আমাদের দুৰ্ব্বদ্ধি যে সে স্থলেও নিজের বলবুদ্ধির উপর নির্ভর করিয়া প্রাণে মারা যাইব, তথাপি পরমপিতার অভয়পদ আশ্রয় করিয়া নিরাপদ হইতে পারি না। এ কি বিড়ম্বন ! অনন্ত দয়ার অtধার অসীম ক্ষমতাপন্ন যে পিতা, তাহার উপর নির্ভর করিতে কি আবার ইতস্ততঃ করিতে হয় ? প্রাণের প্রাণ ষিনি তাহার হস্তে প্রাণ সমর্পণে কি আবার সন্দেহ করিতে আছে ? জগতে ক্ষুদ্র বা সামান্য কি ? জগতে ক্ষুদ্র বা সামান্য কাহাকে বলিব জানি না। দেখিতে পাই ক্ষুদ্র বস্তুও মহৎ কাৰ্য্য সম্পন্ন করে। বৃহৎ বৃহৎ নদীর উৎপত্তি স্থান ক্ষুদ্র ক্ষুদ্র উৎস বা নিঝরিণী ভিন্ন আর কিছুই নহে; প্রকাও প্রকাণ্ড পোতের গতি ক্ষুদ্র ক্ষুদ্র কর্ণের দ্বারা নিয়মিত হয় ; একটা মাত্র বাক্য, দৃষ্টি, হাস্য, জীভঙ্গী
পাতা:চারুনীতি-পাঠ.djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।