পাতা:চারুনীতি-পাঠ.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাৰুনীতি পাঠ । Ꮌ ☾ দেহে আঘাত করিতে কাহার না হৃদয় কম্পিত হইয়া হস্ত অসাড় হইয়া যাইবে ? বিনয়ী প্রফুল্লমুখে শত্রুর আঘাত সহ্য করিয়াও যখন তাহাকে ক্ষমা করেন, তাহার শুভ কামনা করিতে থাকেন, এমন হিতাকাজী সুশীলাচার বন্ধুর প্রতি আর কি কেহ শত্রুতচরণ করিতে পারে? কখনই না । অতএব উল্লিখিত ভ্রম পরিত্যাগ করিয়া স্বগীয় বিনয়ের অধিকারী হইবার জন্য সকলেরই যে সচেষ্টত হওয়া আবশ্যক তাহাতে অণুমাত্র সন্দেহ নাই। এক্ষণে, রিনয় সাধনের দুই একটা উপায় নির্দিষ্ট হইতেছেঃ– ১ম । আপনার ক্ষুদ্রতার বিষয় চিন্তা করা । ২র । অহঙ্কারকে হৃদয়ে ক্ষণমাত্র স্থান না দেওয়া ; বাত্তবিক ভাবিয়া দেখিলে মনুষ্যের অহঙ্কার করিবারও কোন কারণ নাই । ৩য়। ঈশ্বরের পিতৃভাব ও নরের ভ্রাতৃভাব হৃদয়ঙ্গম করি বার চেষ্টা করা। ఆ : లి ক্ৰোধোদয়ের কারণ নির্দেশ, ও তন্নিবৃত্তির উপায় । আপনার অনভিমত অপরের কার্য্যে আমাদিগের প্রায়ই ক্রোধ হইয়া থাকে। ক্রোধ অধিকাংশ সময়ে হঠাৎ হইয়। পড়ে। এমন কি অনেক দিন এরূপ মনে কয়া যায় আর ক্রোধ করিব না, কিন্তু তথাপি কেমন অকস্মাৎ ইহা ঘটিয়া থাকে।